[Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

Lenin lenin at phpxperts.net
Tue Jul 27 12:55:53 BST 2010


এখানে এক ব্যক্তির স্তুূতি এটাই প্রমাণ করে যে গ্রুপের অস্তিত্ত্ব প্রশ্নের
সম্মুখীন। কারণ তা না হলে এভাবে সব সিনিয়র সদস্যের আত্মসমর্পণ কেনো?

যিনি ভুল করেছেন তিনি ভুলকে ভুল না বলে লাইসেন্সের জটিলতার মতো খল-ছল চাতুরির
আশ্রয় নিচ্ছেন। আর সেগুলোকে সমর্থন দিয়ে অপরকে অপমানের হেতু কি শাহরিয়ার?

একজনের উপর ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হবার ব্যাপারটি এমন যে, আমার গায়ে আঁচড়টা না
লাগুক। অন্যে যা করে করুক।

গত নভেম্বরে অনুষ্ঠিত পার্টিটিতে আপনার অনুপস্থিতি ছাড়াও অন্যান্য সদস্যদের
অনেক অনুরোধ সত্ত্বেও নিষ্ক্রিয়তা ছিলো। এর আগে কখনো  উবুন্তু রিলিজ পার্টি
ফাঁকা যায়নি তাই আমি স্ব-উদ্যোগেই অনুষ্ঠানটি আয়োজন করি, পার্টিটি কিন্তু
লেনিন আয়োজিত পার্টি ছিলোনা। উবুন্তু বিডি'র ব্যানারেই ছিলো। সহযোগিতায়
ছিলো আমার বিশ্ববিদ্যালেয়ের ছোট ভাইয়েরা। কোন প্রকার পয়সা খরচ করা হয়নি
তাতে। যাতায়াত ছাড়া।

গ্রুপ থেকে এ পর্যন্ত কোনো সক্রিয় ওয়ার্কশপ আয়োজন কি হয়েছে?


সম্পূর্ণ ডিভিডিগুলো ব্লান্ডার করার পরও ঔদ্ধত্যসহকারে সেই একই ব্যক্তি পরের
অনুষ্ঠানগুলোতেও বিতরণের ইচ্ছা দম্ভভরে প্রকাশ কী প্রমাণ করে?

এধরণের ব্লান্ডারের দায় কি একা ব্যক্তি রিংয়ের উপর বর্তায় নাকি পুরো গ্রুপের
উপর? লিনাক্সের প্রতি কি আগ্রহ থাকবে ক্ষতিগ্রস্ত লোকদের?

ডিভিডিগুলো বদলাবদলি বাবদ মোট কতো খরচ পড়বে?

লিফলেটগুলো প্রতি পিস আমি তো ১২/১৫টাকা দিয়ে কিনবোনা। তাহলে কেন দর্শকরা
কিনবে?

কোনোকিছুই প্যাচানো হয়নি। বরং শোধরানোর জন্যই আত্মসমালোচনা করা হয়েছে।

নেতৃত্বে থেকে নিরপেক্ষতার অভাব নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন জাগায়।

2010/7/27 Shahriar Tariq <shahriar at linux.org.bd>

> *এটা টিম লিডার হিসেবে বলা কথা নয় ব্যক্তিগত মতামত*
>
> ভাই এখানে অনেক বড় বড় মহারতিরা তাদের জ্ঞানী মন্তব্য প্রদান করছেন তাদের আমি
> তাদের নিজেদের যোগ্যতার বিচারে সম্মান করি। কিন্তু যখন তাদের ব্যবহারে অন্য
> সদস্যের প্রতি নূন্যতম সম্মান প্রদর্শন পায় না তা খুবই পীড়াদায়ক।
>
> কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে ফিরিয়ে খারাপ ব্যবহার করতে হবে তা কি ঠিক?
>
> কমিউনিটি কোন একজন ব্যক্তির স্বেচ্ছাচারিতায় পরিচালিত হতে পারে না তা যেমন ঠিক
> তেমনই এটাও ঠিক অতি সন্নাসীতে গাজন নষ্ট। প্রতিটি কাজের দায়িত্বই নির্দিষ্ট
> কয়েকজন ব্যক্তির হাতে ছেড়ে দিতে হয়। সেটা যতোটা না সিনিয়িটির উপর তারচেয়ে বেশি
> যোগ্যতার উপর। কোন একজন নতুন সদস্য এসে নতুন কিছু করলে সিনিয়ররা গাইড করবেন
> ঠিকই, কিন্তু তাদের পরামর্শ গৃহীত হবে নাকি সেটা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিই
> নির্ধারণ করবে।
>
> ডিভিডির মূল্য কোনভাবেই অতিরিক্ত ধরা হয়নি। ওপেনসোর্স/লিনাক্স প্রজেক্ট মানেই
> নূন্যতম মূল্যের জিনিস নয়। এটা আমি আগেও বলেছি এখনও বলছি। ওখানে ডিভিডির যে
> মূল্য ধরা হয়েছে তা কিছু অতিরিক্ত সুবিধা যোগ করেই ধরা হয়েছে ইংরেজীতে যাকে
> আমরা value addition বলেই জানি। আমার ক্ষেত্র আর রিং ভাইয়ের ক্ষেত্র এক নয় এটা
> প্রত্যেককে বুঝতে হবে, ব্যবসায়িক স্বার্থে মুখ কিছুটা বন্ধ রাখতে হয় তবে এখানে
> এটুকু বলতে পারি ব্যবসায়িক কারনে বা পরিচিতির কারণে যেভাবেই হোক টিশার্টের
> প্রজেক্টে আমি বকেয়া রেখেই টিশার্ট সংগ্রহ করে প্রিন্ট করতে পেরেছি (যদিও টাকা
> ইভেন্টের রাতেই আমি পে করেছি)। যেখানে রিং ভাইকে নগদে সব কাজ করতে হয়েছে এক
> কথায় ১৮,৮০০ টাকা বের করে দেয়া মুখের কথা নয়। যখন এর আগে বিভিন্ন সময়ে
> অনুষ্ঠান
> আয়োজনে আমরা পাঁচ হাজার টাকার জন্যও বিভিন্ন সদস্যকে অনুদানের কথা বলেছিলাম
> তখন
> বিফল হতে হয়েছিলো, সে ঘটনা অতীত বলে এখানে আর টেনে আনছি না।
>
> যারা কমিউনিটিতে তাদের অবদানের জাহির করছে তাদের নিকট আমার প্রশ্ন তারা কি সব
> সময় সক্রিয় অবদান রেখেছেন? এখানে কেউ কেউ তাদের একটি বা দুইটি সফল অনুষ্ঠানের
> বরাই করছেন। কিন্তু সবার সার্বিক সহযোগিতায় এখন পর্যন্ত উবুন্টু বাংলাদেশ অথবা
> বিএলইউএ-র ব্যানারে ৫-৬টি অনুষ্ঠান আয়োজিত হয়েছে। সেগুলো সবগুলোই যে সফল তা
> যেমন নয় সবগুলো যে ব্যার্থ তাও নয়। সেসব অনুষ্ঠানে করা ভুলগুলো থেকে আমরা
> ভবিষ্যতের জন্য শিক্ষা নিয়ে পরবর্তী অনুষ্ঠানগুলোকে কিছুটা হলেও উন্নত করেছি।
> আশা করি পরবর্তীতে যেসব অনুষ্ঠান আয়োজন হবে সেগুলো আরও সুসংগঠিত হবে। ভুল
> ভ্রান্তি আমাদেরও হয়েছে সেখান থেকে আমরা শিখেছিও, কিন্তু সেটা নিয়ে যদি কাঁদা
> ছোড়াছুড়ি শুরু হয় তবে তা খুবই লজ্জার বিষয় পুরো কমিউনিটির জন্যই।
>
> কাস্টোমাইজড ডিভিডি তৈরির প্রজেক্ট তিন বছরেরও বেশি পুরাতন, কই আমাদের মাঝে
> যেসব মহারথী কোডার আছেন তারা তো কখনও এগিয়ে এসে তা তৈরি করেননি। কখনও সীমিত
> আকারেও প্রচেষ্টা চালাননি তাদের মূল্যবান সময় থেকে একটু অবসর সময় বের করে
> নিয়ে।
> আলোচনার টেবিলে অনেক বড় বড় বিষয় নিয়েই তর্ক বিতর্ক হয়েছে কিন্তু কাজের সময়
> ফলাফল লবডঙ্গাই ছিলো। এজন্যই হয়তো এবার সবার মতামত নিয়ে কাজকে না পিছিয়ে একক
> দায়িত্বেই ছেড়ে দেয়া হয়েছিলো প্রজেক্টটি। হয়তো তিনি সবকিছু ফাইন্যাল করার আগে
> আর কারও পরামর্শ নিতে পারতেন সেটা পরের কথা।
>
> ইভেন্টের দুইদিন আগে করা ইভেন্ট মিটিং এ এসব আলোচনা করে পরিবর্তন করার সুযোগ
> খুবই কম কারণ ততোদিনে সবকিছুই ফাইন্যালাইজড হয়ে গেছে, নতুন করে পুনরায় সবকিছু
> কেঁচে গন্ডুল করা কঠিন। সময়ের স্বল্পতার জন্য হোক আর যে কারণেই হোক রিগোরাস
> টেস্টিং সম্ভব হয়নি, মেম্বাররাও পরখ করতে পারেননি। টেকনিক্যাল কারণে উবুন্টু
> ডিভিডি ইনস্টলেবল করা সম্ভব হয়নি এটা রিং ভাই বলেছেন সেটা পুরোপুরি টেকনিক্যাল
> নাকি পদ্ধতি সম্পর্কে অজ্ঞতা সেটা পরের কথা। রিং ভাই একটা ভুল করেছেন, সেটা
> পরবর্তীতে শোধরানো হবে সে বিষয়ে রিং ভাইসহ অনেকেই একমত হয়েছেন, সেটাকে এভাবে
> প্যাঁচানোর কি আছে?
>
> সত্যি বলতে কি আমরা যতোটা না সাহায্য করতে পারদর্শী তারচেয়ে বেশি আগ্রহী
> অন্যের
> সমালোচনা করতে।
>
>
> ========================
>
> টিম লিডার হিসেবে এইটুকুই বলতে পারি যে আপনাদের কোন বিষয় ভালো না লাগলে সেটা
> সিনিয়র মেম্বারদের জানান। লিস্টে বা প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলুন।
>
> --
> Thanking you
> Shahriar Tariq
>
> Founding Member, Amigos Clothing
> http://amigosclothing.com
>
> Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
> http://forum.linux.org.bd
>
> Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
> http://www.ubuntu.linux.org.bd
>
> Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
> মুক্ত.অর্গ http://mukto.org
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list