[Ubuntu-BD] huawei internet modem

Tareq Hasan tareq1988 at gmail.com
Mon Jul 26 21:50:17 BST 2010


গ্রামীনের মডেম কোন ঝামেলা তেমন করে না। যদি পুরাতন মডেমটা হয়, তাহলে কিছুই
করতে হবে না। নতুন মডেম হলে usb-modeswitch ইন্সটল করে নিতে হবে। উবুন্টুর জন্য
Applications → Software Center এ গিয়ে usb-modeswitch নামে সার্চ দিন এবং
ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করে ফেলুন। উবুন্টু থেকে ডাউনলোড সম্ভব না হলে
ম্যানুয়ালী ডাউনলোড করুন নিচের ঠিকানা থেকে

   -
   http://bd.archive.ubuntu.com/ubuntu/pool/universe/u/usb-modeswitch/usb-modeswitch_1.1.0-2_i386.deb
   -
   http://bd.archive.ubuntu.com/ubuntu/pool/universe/u/usb-modeswitch-data/usb-modeswitch-data_20100127-1_all.deb

এই দুইটা ফাইল ডাউনলোড করে ডাবল ক্লিক করে ইন্সটল করে ফেলুন। তারপর কম্পিউটার
রিস্টার্ট দিয়ে দেখুন
--------------------------------------------
Best regards
Tareq Hasan
My Blog (http://tareq.weDevs.com)
Follow me: (http://twitter.com/tareq_cse)
উবুন্টুর মুশকিল আসান, আপনিও অবদান রাখুন <http://ubuntubd.wordpress.com/>



2010/7/27 Md. Enzam Hossain <meenzam at gmail.com>

> নতুন কিছু গ্রামীণফোন মডেম সমস্যা করে দেখে একটা টিউটো লিখার চেষ্টা করেছিলাম
> :-s, চেষ্টা করে দেখতে পারেন কাজ হয় কি না -
> http://blog.muktosource.com/enzam/gp-modem-ubuntu-problem.html । হলে তো
> ভালোই, না হলে গ্রুপে টেকি ভাইদের তো কোনো অভাব নেই :D :D ।
>
> -ইনজাম
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list