[Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Mon Jul 26 20:26:35 BST 2010
জনাব লেনিন
আপনার মন্তব্য গুলো শুনে মনে হচ্ছে আপনি নিজেও যথেষ্ট পরিমানে অজ্ঞতার পরিচয়
দিচ্ছেন। mint4win হেলেনাতেও ডিফল্ট দেয়া ছিলো না। এটা আপনি রনদীপম দা কে
বুঝিয়ে বলতে পারতেন। আর কোন ডিভিডিই ফাঁকা যায়নি কিংবা সেটা সম্ভবও নয়। কেননা
ডিভিডিগুলো রাইট করা হয়নি বরংচ ক্যানোনিক্যাল সহ তাবৎ বড় বড় প্রতিষ্ঠান তাদের
সফটওয়্যার ডিভিডিগুলো যেভাবে ম্যানুফ্যাকচার করে, অর্থাৎ কাঁচামাল থেকে সরাসরি
ডাটাসহ ডিভিডি তৈরি করে ঠিকই একই প্রক্রিয়া আমাদের এই উবুন্টু আর মিন্ট এর
কাস্টম ডিভিডিগুলো তৈরী হয়েছে। তদুপরি ৫/৬টা ডিভিট পরপর একটাকে আমি হ্যাশ চেকিং
করে তারপর প্যাক করেছি। তারপরেও যদি কোন সমস্যায় কেউ পড়ে থাকেন তবে আমিতো
সমাধান দিতে সদাপ্রস্তুত, আমার মুঠোফোন নম্বরটা দিয়ে দিননা ওঁদেরকে।
ভুল করার দায়ভার কেউ এড়িয়ে যায়নি, যাচ্ছেও না। শাবাবকে অকারনে দোষারোপ না করে
কিঞ্চিৎ বিচার বুদ্ধির প্রযোগ ঘটান সবারই উপকার হবে। আর মেইলিং লিস্টে
আক্রমনাত্মক কথাবার্তা পরিহার করুন। শুধু আপনিই না এই উবুন্টু বিডি ফোরামে কেউই
কারো চাকরি করে না। সবাই সেচ্ছাসেবী।
মিন্টের ডিভিডি কিংবা উবুন্টু ডিভিডি গুলোতে কোন সমস্যা নেই। উবুন্টুরও
শুধুমাত্র লাইভ ডিভিডি রযেছে। এটা উবুন্টুর সমস্যা না বরংচ ইন্সটল না করেই
চালিয়ে পরীক্ষা করে দেখার একটা উপায় মাত্র। আপনার জানা থাকলে আপনি বরংচ এই
থ্রেডে বারংবার ব্যঙ্গাত্নক সমালোচনা না করে কিভারে ubiquity র রিপ্লেসমেন্ট
ইন্সটলার কে একীভুত করে আরেকটা ডিভিডি তৈরী করা যায় সেই সমাধান দিলে ভালো হয়।
কোন রকম স্পন্সর ছাড়াই এরকম উদ্যোগ আবারো আপনি নেবেন বা কাউকে নেবার পরামর্শ
দেবেন কিনা জানিনা তবে আমি এই উদ্যোগ বজায় রাখবে এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে
পারেন। আমি ইতোমধ্যে আগামী ডিস্ট্রোর কাজ শুরু করে দিয়েছি যাতে করে এবারের ভুল
গুলো শুধরে নিয়ে সবাইকে একটা চমৎকার ডিস্ট্রো উপহার হিসেবে দিতে পারি। উবুন্টু
৪.১০ থেকে ১০.০৪ এ যে উন্নতি টুকু ঘটেছে সেই সময়টুকু তো আর পার হয়ে যায়নি। তাই
অপেক্ষা করুন নতুন কাস্টম ডিভিডি আসার আশা করি সামনের বার আপনাকে এই
মন্তব্যগুলো করার সুযোগ দেবো না।
আমি দুঃখিত যে আপনাকে কখনও কখন অত্যন্ত আপন ভেবে 'তুমি' বলে সম্বোধন করেছিলাম।
সেটা অসতর্কতাবশতঃ। তবে এটুকু সর্বসম্মুখে আলোচনায় এনে আপনি যথেষ্ট বিজ্ঞজনের
পরিচয় দিলেন। দেখে ভালো লাগলো।
বারবার আমাকে "মিঃ রিং" বলে সম্বোধন করে আপনি কি প্রমাণ করতে চাইছেন? আপনি যেমন
আমার অধ্বস্তন কেউ নন তেমনি আমিও নই। সম্মান, সুসভ্যতা ইত্যাদি আচরনে আর
বাচনভঙ্গিতে প্রকাশ পায় বয়েসের ভারত্বে নয়। আশা করি যথাযথ মর্যাদা আর সম্মান
সহকারে পরবর্তী পোষ্টগুলো লিখবেন। [@সবাই আমি অত্যন্ত দুঃখিত যে একটি অত্যন্ত
ব্যক্তিগত আলাপচারিতা এই লিস্টে আলোচিত হলো। যদিওবা ব্যক্তি সংঘাতের কোন স্থান
কমিউনিটি তে টেনে আনাটা মূর্খামি ছাড়া কিছুই না।]
রিং
+8801671411437
More information about the ubuntu-bd
mailing list