[Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Mon Jul 26 19:38:19 BST 2010


@রাহাত এবং সবাই যারা উবুন্টুর কাস্টম ডিভিডি কিনেছেন

উবুন্টুর কাস্টম ডিভিডি যে কয়টা বিক্রি হয়েছিলো তাঁর প্রতিটিই আমি বদলে দিতে
পারবো মিন্টের কাস্টম ডিভিডি দিয়ে। শর্ত একটাই অক্ষত অবস্থায় আমাকে উবুন্টুর
ডিভিডিগুলো ফেরত দিয়ে দিতে হবে। ঢাবি র টিএসসি কিংবা অন্যকোন জায়গা ঠিক করে
দেখা করতে পারেন আপনার আমার সাথে। ঢাকার বাইরের যারা নিয়েছেন একটু কষ্ট করে
কুরিয়ারে পাঠিয়ে দেবেন, আমিও যত দ্রুত পারি কুরিয়ারে ফিরতি ডিভিডিটা দিয়ে দোব।
যে কোন সমস্যায় আমার মুঠোফোনে যোগাযোগ করুন।

ধন্যবাদ

রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list