[Ubuntu-BD] About Ubuntu and Mint customized DVD which was delivered on 23th July ADDA

saeed ahmed saeed.sas at gmail.com
Mon Jul 26 11:38:42 BST 2010


আমরা সবাই বুঝলাম যে একটা ঘাপলা হয়ে গেছে। যাইহোক ভুলটা আসলে আমাদেরই, আমরা
ডিভিডি নিয়ে গ্রুপে আলোচনা করলে, অর্গানাইজারদের জন্য ভালো হত, আমাদের চাহিদটা
তারা বুঝতে পারতেন।

এখন আমার একটু সাহাজ্য প্রয়োজন। আমার UBUNTU এবং MINT দুটোরই FULL repo এবং
প্রয়োজনীয় codec সহ DVD দরকার। ঢাকার বাহিরে এগুলোর repo এবং codec সহজলভ্য না।
ভাল ইন্টারনেট সুবিধা না থাকার কারনে অনেকে ডাউনলোডও করতে পারে না। আমি আমার
শহরে এগুলো ডিস্ট্রবিউট করতে চাই।

আর আমার ছোট্ট একটা অনুরোধ ubuntu-bd এর কাছে, এ ধরনের আয়োজন গুলো কি কোনোভাবেই
ঢাকার বাহিরে করার চিন্তা করা যায় না???...

saeed ahmed
http://saeed05.wordpress.com


More information about the ubuntu-bd mailing list