[Ubuntu-BD] আড্ডার কোন আপডেট নাই যে
Ovro Niil
ovroniil at gmail.com
Mon Jul 26 08:34:03 BST 2010
"বুন্টু" হচ্ছে "উবুন্টু, কুবুন্টু, জুবুন্টু, লুবুন্টু" এগুলোর সাধারণ নাম।
এদেরকে একত্রে বুন্টু পরিবার বলা যায়। যারা "বুন্টু" পরিবারের কোনো অপারেটিং
সিস্টেম ব্যবহার করে তাদেরকে বলা হয় "বন্টু"। যে উবুন্টু ব্যবহার করে সে যেমন
একজন "বন্টু", তেমনি যে কুবুন্টু ব্যবহার করে সেও একজন "বন্টু"। অর্থাৎ
সহজভাবে বললে: "বুন্টু" ব্যবহারকারীদের বলা হয় "বন্টু"। ঠিক একইভাবে "মিন্ট"
ব্যবহারকারীদের বলা হয় "মিন্টু"।
২৬ জুলাই, ২০১০ ৬:৫৭ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:
> 2010/7/26 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > প্রতিবেদনরূপে যে আপডেটগুলো দেবার ছিলো চেষ্টা করলাম। একটু দেখে
> > নেবেন?<http://wp.me/pNKbI-z>
> >
>
> আবারও সেই একই ভুল। শব্দটা 'বন্টু', 'বুন্টু' নয়। ব্লগের বানানেও একই ভুল।
> ---
> Shabab Mustafa
>
>
> >
> > রিং
> > +8801671411437
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
.:: অভ্রনীল ::: Ovroniil ::.
❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/
More information about the ubuntu-bd
mailing list