[Ubuntu-BD] আড্ডার কোন আপডেট নাই যে
Shabab Mustafa
shabab at linux.org.bd
Sun Jul 25 19:15:39 BST 2010
2010/7/25 Saif Hassan <saiftheboss7 at gmail.com>
> আচ্ছা আমি একটা প্রস্তাব করতে চাই!
> আমার মেইলিং লিস্টে যেকোন উত্তর এলেই স্বয়ংক্রিয়ভাবে মেইলে আসছে। এইটা ভাল
>
> কিন্তু আমার কথা হল আমরা এই মেইলিং লিস্ট মাধ্যমে অর্থাৎ ইমেইলের মাধ্যমে কেন
> যোগাযোগ করব???
> একটা ভাল মাধ্যম কি তৈরী করা যায় না?
>
> যেকোন সাইট বানানো যায় না?
> উবুন্টু-বিডি কিংবা লিনাক্সমিন্ট বিডি না কিন্তু তাই বলে।
> উবুন্টু-বিডি এবং লিনাক্সমিন্ট বিডি থাকবে ওখানেই!
>
> আরেকটা নতুন সাইট হবে যেখানে লিনাক্সমিন্ট+উবুন্টুর সকল লেটেস্ট সংবাদ
> প্রকাশিত
> হবে। (উবুংবাদ দ্রষ্টব্য...কিন্তু ওয়ার্ডপ্রেস.কমে করা হবে না)
> একই সাথে ওখানে সকল অফিসিয়াল নিউজও যাবে। (এই মেইলিং মাধ্যমটা ভাল লাগছে না।
> :( ) (লেনিন ভাই, রিং ভাই, শাবাব ভাই ওখানে তা নোটিশ করে জানাবেন)
> মেইল সাবস্ক্রিশনও করা যাবে। ফিডবার্ন ারের সাহায্যে।
>
> সাইটটা হবে ওয়ার্ডপ্রেসে! যেন সবাই মন্তব্য করতে পারে।
> আর অথর হিসেবে সকল বন্টু-মিন্টু ইউজাররা যুক্ত হবেন।
>
> আশা করছি ব্যাপারটা বিবেচনা করবেন...
>
ইতিমধ্যে ফোরামে উপরের সব কাজই হচ্ছে। মেইলিং লিস্ট অনেকগুলোর মধ্যে একটা
বিকল্প মাত্র। আর ওয়ার্ডপ্রেস.কমের সাইটে সমস্যা কি? নিজের ডোমেইনে গেলে কি কি
অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে বলে মনে হচ্ছে?
আর অতীতেও দেখা গেছে সমস্যা সমাধানের জন্য ব্লগের চাইতে ভাল জায়গা হচ্ছে ফোরাম।
আর মেইলিং লিস্ট অন্য ধরণের জিনিস। এটার উপযোগিতাও ভিন্ন।
More information about the ubuntu-bd
mailing list