[Ubuntu-BD] New leadership of Ubuntu Bangladesh

Shahriar Tariq shahriar at linux.org.bd
Sun Jul 25 04:46:59 BST 2010


প্রথমেই রাসেল ভাইকে ধন্যবাদ টিম কন্ট্যাক্ট হিসেবে শাবাব ভাই ও আমাকে নির্বাচন
করার জন্য। এক সময় প্রচুর জোশ থাকলেও ইদানিং একটু ঝিমায় পরেছিলাম আশা করছি
শাবাব ভাইয়ের মতো যোগ্য সহকর্মী পাশে (আসলে পিছনে সুঁই/মোবাইল হাতে নিয়ে) থাকলে
আরও সক্রিয়ভাবে টিমে অবদান রাখতে পারবো।

শাবাব ভাই সাজেদ ভাইয়ের সহযোগীতায় "বুন্টু-মিন্টুর আড্ডা" যেভাবে আয়োজন করেছেন
তাতে তার সাংগঠনিক যোগ্যতা নিয়ে কোন সন্দেহ নেই। তাই ভবিষ্যতেও আমরা আরও
সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করতে পারবো।

আর কথা হলো টিম লিডার বা কন্ট্যাক্ট পার্সন যাই বলেন না কেনো আমাদের যদি সক্রিয়
"টিম" না থাকে তাহলে সব কাজই ঝিমায় পরে। আশা করি এবার যেমন পরিচিত সবাই
সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ভবিষ্যতেও সবাই হাত বাড়িয়ে দিবেন।

শাবাব ভাইয়ের শরীর একটু খারাপ মনে হয় তাই উনি কিছুদিন বিশ্রামে আছেন। তার হয়ে
আমি নাহয় শুভেচ্ছাগুলো নিয়ে নেই :P

-- 
Thanking you
Shahriar Tariq

Founding Member, Amigos Clothing
http://amigosclothing.com

Volunteer, Bangladesh Linux Users Alliance http://linux.org.bd
http://forum.linux.org.bd

Marketing & Contents Officer, Ubuntu Bangladesh
http://www.ubuntu.linux.org.bd

Endorsement: আমাদের প্রযুক্তি ফোরাম http://forum.amaderprojukti.com/ and
মুক্ত.অর্গ http://mukto.org


More information about the ubuntu-bd mailing list