[Ubuntu-BD] New leadership of Ubuntu Bangladesh
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Sat Jul 24 20:14:21 BST 2010
বাংলাদেশে লিনাক্স ব্যবহারকারী এবং তাদের দেখে অনুপ্রাণিত আজকালকার নতুন বুন্টু
ও মিন্টু দের যত দায়-দ্বায়িত্ব শাবাব মোস্তফা ওরফে উন্মাতাল তারুন্য আর
শাহরিয়ার তারিক ওরফে আশাবাদীর উপর ন্যস্ত হওয়ায় খুবই আনন্দ পাচ্ছি। সেই সংগে
এতগুলো বছর আমাদের কে মুক্তসোর্স আর মুক্তসফট আন্দোলনের এ পথচলায় সাধ্যমতো সঙ্গ
আর সহযোগীতা দেয়ায় রাসেল জন ভাইকে অন্তরের অন্ত স্থল থেকে ধন্যবাদ।
উতা আর আশাবাদীর উপর চাপ বাড়লো আরো কিছু। তোমাদের সাথে, যদি কোনদিন, কোন, কাজে
আসি বলে মনে করো তো দ্বিধাহীন চিত্তে আমাকে আহবান কোরো। শুধুমাত্র নড়াচড়ার
শক্তি থাকলেও আমি থাকবো তোমাদের পাশে।
শাবাব আর শাহরিয়ার কে নতুন পথ চলায় শুভকামনা।
রিং
+8801671411437
More information about the ubuntu-bd
mailing list