[Ubuntu-BD] Help needed to blutooth net connection

Pritimoy Das pritimoydas at gmail.com
Sat Jul 24 17:04:07 BST 2010


সাকসেসফুল!!
 আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি তারেক ভাই, মেহেদী ভাই, লেলিন ভাই এবং রিং দা কে
তাদের দ্রুত সহাতার হাত বাড়িয়ে দিয়ে আমাকে সাহায্য করার জন্য. আমি এখন ব্লুতূথ
বেবহার করেই লিখছি.
আমি নিজে তার বেবহার করেই নেট connection করে থাকি, তাই আমার linax use করতে
কোনো অসুবিধা হয় না. কিন্তু আজ অন্য এক বাসায় মিন্ট সেট আপ  করে বিপদে
পরেছিলাম. কারণ সে ব্লু টুথ বেবহার করে, তার কেবল নেই. তাই তাকে যদি নেট
connectd করে না দিতে পারি, তবে সে হয়ত মিন্ট বেবহার করবে না. তাই শেষ মেষ অন্য
আরেকজন থেকে ডাটা কেবল যোগার করে bluemen ইনস্টল করলাম. এবং হয়েগেল !!
আমদের positive সমালোচনা  করা উচিত. রিং দা কি দেন নাই তা না বলে অনেক কিছু
দিয়েছেন, পরবর্তিতে এটা ওটা দিলে আরো ভালো হত....অভাবে বলা উচিত বলে আমি মনে
করি.
ধন্যবাদ সবাইকে.
প্রীতিময়  দাস.





2010/7/24 Tareq Hasan <tareq1988 at gmail.com>

> আসলে রিমাস্টারসিস দিয়ে কাস্টম ডিস্ট্রো তৈরী করলে ইউজারনেম: custom,
> পাসওয়ার্ড: <খালি> অটোমেটিক হয়ে যায়। যদিও আড্ডাতে এটা বলে দেয়া উচিত ছিল।
> আমার
> মনে হয় রিং দা বলতে ভুলে গিয়েছিলেন।
> --------------------------------------------
> Best regards
> Tareq Hasan
> My Blog (http://tareq.weDevs.com)
> Follow me: (http://twitter.com/tareq_cse)
>
>
> 2010/7/24 Lenin <lenin at phpxperts.net>
>
> > <snip>
> > আশা করি আপনার মুঠোফোনকে আপনি ওটার সাথে দেয়া তারটুকু দিয়ে আপনার কম্পুতে
> > সংযুক্ত করে ওটাকে মডেম হিসেবে কনফিগার করলে আপনি সহজেই ইন্টারনেটে কানেক্ট
> > হতে
> > পারবেন। যদিও বা ব্লুটুথ ব্যবহার করে ইন্টারনেটে কানেক্ট করাটা তারমুক্ত তবে
> > এটাও ঠিক যে আপনি তার দিয়ে সংযোগ করে মডেমের ডাটা ট্রান্সফার যে রেটে করতে
> > পারবেন তার তুলনায় ব্লুটুথে কম পারবেন। একটু বিবেচনা করে দেখুন আমার কথাগুলো
> > আর
> > সিদ্ধান্ত নিন।
> > </snip>
> >
> > প্রথমত, ডিস্ট্রো তৈরির সময় সফটওয়্যারের লিস্টটি সবার সাথে মতবিনিময় করে
> তৈরি
> > করা উচিৎ ছিলো। ক'দিন আগেই আবীর সাদিক ভাই একটা ডিস্ট্রো'র জন্য সবার
> মতামত
> > চেয়েছিলেন। সুতরাং সেই ধরণের একটি লিস্ট অনুসরণ উচিৎ ছিলো।
> >
> > দ্বিতীয়ত, ব্লুটুথ দিয়ে সংযোগ তারের সংযোগের চেয়ে খুব একটা মন্থর হয়না।
> বরং
> > ব্লুটুথ তারবিহীন হওয়াতে অযথা ঘর্ষণজনিত ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে সেটটি বেঁচে
> > যায়।
> >
> > তৃতীয়ত, যিনি মেইল করছেন তিনি অন্য কোনো মাধ্যমেও যেহেতু নেটে সংযোগ করতে
> > পারছেন, সুতরাং তিনি ব্লুটুথ সংক্রান্ত পোস্টগুলো
> > http://ubuntubd.wordpress.com অথবা http://nirjhor.wordpress.com থেকে
> দেখে
> > নিতে পারেন বিস্তারিত। ডিস্ট্রো সিডিতে নেই সেই অজুহাতে ওটা আর ব্যবহার করা
> > উচিৎ হবে না তা নয়।
> >
> > চতুর্থত, লাইভ সিডিতে ইউজারনেম বা পাসওয়ার্ডটি দেয়া হয়েছে সেটি কোনো
> ঘোষণা
> > দেয়া হয়নি। অনেকেই মেইল, ফোন, মেসেজ করছেন।
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
With Thanks-
Pritimoy Das.


More information about the ubuntu-bd mailing list