[Ubuntu-BD] Help needed to blutooth net connection

Tareq Hasan tareq1988 at gmail.com
Sat Jul 24 16:40:06 BST 2010


আসলে রিমাস্টারসিস দিয়ে কাস্টম ডিস্ট্রো তৈরী করলে ইউজারনেম: custom,
পাসওয়ার্ড: <খালি> অটোমেটিক হয়ে যায়। যদিও আড্ডাতে এটা বলে দেয়া উচিত ছিল। আমার
মনে হয় রিং দা বলতে ভুলে গিয়েছিলেন।
--------------------------------------------
Best regards
Tareq Hasan
My Blog (http://tareq.weDevs.com)
Follow me: (http://twitter.com/tareq_cse)


2010/7/24 Lenin <lenin at phpxperts.net>

> <snip>
> আশা করি আপনার মুঠোফোনকে আপনি ওটার সাথে দেয়া তারটুকু দিয়ে আপনার কম্পুতে
> সংযুক্ত করে ওটাকে মডেম হিসেবে কনফিগার করলে আপনি সহজেই ইন্টারনেটে কানেক্ট
> হতে
> পারবেন। যদিও বা ব্লুটুথ ব্যবহার করে ইন্টারনেটে কানেক্ট করাটা তারমুক্ত তবে
> এটাও ঠিক যে আপনি তার দিয়ে সংযোগ করে মডেমের ডাটা ট্রান্সফার যে রেটে করতে
> পারবেন তার তুলনায় ব্লুটুথে কম পারবেন। একটু বিবেচনা করে দেখুন আমার কথাগুলো
> আর
> সিদ্ধান্ত নিন।
> </snip>
>
> প্রথমত, ডিস্ট্রো তৈরির সময় সফটওয়্যারের লিস্টটি সবার সাথে মতবিনিময় করে তৈরি
> করা উচিৎ ছিলো। ক'দিন আগেই আবীর সাদিক ভাই একটা ডিস্ট্রো'র জন্য সবার মতামত
> চেয়েছিলেন। সুতরাং সেই ধরণের একটি লিস্ট অনুসরণ উচিৎ ছিলো।
>
> দ্বিতীয়ত, ব্লুটুথ দিয়ে সংযোগ তারের সংযোগের চেয়ে খুব একটা মন্থর হয়না। বরং
> ব্লুটুথ তারবিহীন হওয়াতে অযথা ঘর্ষণজনিত ক্ষয়প্রাপ্ত হওয়া থেকে সেটটি বেঁচে
> যায়।
>
> তৃতীয়ত, যিনি মেইল করছেন তিনি অন্য কোনো মাধ্যমেও যেহেতু নেটে সংযোগ করতে
> পারছেন, সুতরাং তিনি ব্লুটুথ সংক্রান্ত পোস্টগুলো
> http://ubuntubd.wordpress.com অথবা http://nirjhor.wordpress.com থেকে দেখে
> নিতে পারেন বিস্তারিত। ডিস্ট্রো সিডিতে নেই সেই অজুহাতে ওটা আর ব্যবহার করা
> উচিৎ হবে না তা নয়।
>
> চতুর্থত, লাইভ সিডিতে ইউজারনেম বা পাসওয়ার্ডটি দেয়া হয়েছে সেটি কোনো ঘোষণা
> দেয়া হয়নি। অনেকেই মেইল, ফোন, মেসেজ করছেন।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list