[Ubuntu-BD] Linux Mint - Ubuntu - Xfce!

Nasimul Haque nasim.haque at gmail.com
Fri Jul 23 18:38:22 BST 2010


এখানে ফাইটের কিছু নাই। দুটোই একই জিনিস। সেই কারণেই বন্টু-মিন্টু আড্ডা
হয়। মিন্টের সুবিধা হচ্ছে এতে বেশ কিছু সফটওয়্যার মূল ইনস্টলারেই দেয়া
থাকে, যা কিনা লাইসেন্সিংয়ের জন্য উবুন্তু দিতে পারে না।

Xfce হচ্ছে কম রিসোর্স খাওয়া একটা ডেস্কটপ পরিবেশ। মূল মিন্ট ইনস্টলের
পরও এই পরিবেশ ইনস্টল করা যায়। আবার এটা ইনস্টলের পরও মূল ইনস্টলে
যাওয়া যাবে।

2010/7/23 Bokhari, Saif Imam <saifimam at gmail.com>:
> শুভ সন্ধ্যা,
> আমি লিনাক্স উবুন্টু ব্যবহার করছি অনেকদিন হলো। বুন্টু-মিন্ট এর আড্ডা থেকে
> মিন্ট ব্যবহারের ইচ্ছা জাগে। নেট ঘেঁটে খুঁজে পাইনি কেন উবুন্টু ব্যবহার না করে
> মিন্ট ব্যবহার করবো। কেউ কি বলতে পারেন-
> ১।উবুন্টু আর মিন্ট এর বেসিক পার্থক্যগুলো কি?
> ২।সুবিধা-অসুবিধা কি?
> ৩।মিন্টের আরেকটি ভার্সন মিন্ট Xfce টা আসলে কি? মূল মিন্ট ছেড়ে এটা কেন
> ব্যবহার করবো?
> ৪।নেটবুকের জন্য লিনাক্সের (উবুন্টু এবং মিন্টের মধ্য) কোন ডিস্ট্রোটা সবচেয়ে
> ভালো- স্বল্প কনফিগে ভালো চলবে?
>
> উবুন্টু আর মিন্টের ইউজারদের ভালো একটা ফাইট আশা করছি যাতে অনেক তথ্য পাই ;)
>
> ধন্যবাদ,
> -সাইফ
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
M. Nasimul Haque, M.Sc.(SUST)
Wessex Institute of Technology
Southampton, UK
http://www.nasimulhaque.info


More information about the ubuntu-bd mailing list