[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Lenin
lenin at phpxperts.net
Wed Jul 21 09:24:30 BST 2010
আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার,
মুভেবল ক্যাম লাগবে দৃশ্য ধারণ এবং লাইভস্ট্রিমিংয়ের জন্য সেটি কে আনছেন এটা কি
নিশ্চিত হয়েছি আমরা?
সাউন্ড সিস্টেমের কি ব্যবস্থা? প্রজেক্টর কেমন আছে?
আমার দায়িত্বটি হয়তো আমি অন্য কয়েকজনের হাতে দিয়ে আমি অন্য একটি দায়িত্ব নিতে
পারি, তবে সেটি লিস্টে না বলে সরাসরি আজকের মিটিংয়ে বলবো, যাতে কোনো প্রকার
ভুল বোঝাবুঝি না হয়।
2010/7/21 Lenin <doctortomorrow at gmail.com>
> মুভি থেকে গানটি অনুবাদ করলাম। সুর তুলতে পারলে হয়তো অনুষ্ঠানে গাইতেও পারি
> :D
>
> http://www.youtube.com/watch?v=9sJUDx7iEJw
>
> হাই, আমরা জিএনইউ/স্টলম্যানস, আর এটি হলো
> "মুক্ত সফটওয়্যারের গান"
>
> এসো আমাদের সাথে আর বিলিযে় দাও সফঠওয়্যার;
> তোমরা মুক্তি পাবে, হ্যাকার, তুমি মুক্তি পাবে।
> ...
> তোমরা মুক্তি হবে, হ্যাকার, তুমি মুক্তি হবে।
>
> মজুদদারিতে হয়তো টাকার পাহাড় হয়,
> এটা সত্যি, হ্যাকার, এটা সত্যি।
> কিন্তু তারাতো পড়শীকে সাহায্য করতে পারেনা;
> কখনোই ভালো নয়, হ্যাকারস, কখনোই ভালো নয়।
>
> যখন আমাদের অনেক অনেক মুক্ত সফটওয়্যার হবে
> আমাদের ডাকে, হ্যাকারস, আমাদের ডাকে,
> আমরা ছুঁডে় ফেলবো এইসব নোংরা লাইসেন্স
> সবসময়ই, হ্যাকারস, সব সময়ই।
>
> এসো আমাদের সাথে আর বিলিযে় দাও সফটওয়্যার;
> তোমরা মুক্ত হবে, হ্যাকার, তুমি মুক্ত হবে।
> যোগ দাও আমাদের সাথে আর শেযা়র করো সফটওয়্যার;
> তোমরা মুক্ত হবে, হ্যাকার, তুমি মুক্ত হবে।
> ওহ, তুমি মুক্ত হবে
> আমি জানাবো তোমায়।
> অর্থাৎ তুমি মুক্ত হবে। [ পুনরায় ]
> আমি জানাবো তোমায়
> অর্থাৎ তুমি মুক্ত হবে। [ পুনরায় ]
> অর্থাৎ তুমি মুক্ত হবে। [ পুনরায় ]
>
More information about the ubuntu-bd
mailing list