[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Lenin
doctortomorrow at gmail.com
Mon Jul 19 03:30:30 BST 2010
2010/7/19 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
> এটা "বুন্টু-মিন্টু র আড্ডা" উপলক্ষে খোলা একটি টপিক। আশা করি এর বাইরের কোন
টপিক নিয়ে অযথা পোষ্ট কিংবা তার উত্তর দিয়ে মেইলিং লিষ্ট ভারী করবেন না।
>
>
> আর লেনিন ভাই কে তৃতীয় বারের মতো অনুরোধ করবো আপনি উবুন্টু কিংবা মিন্ট
> ব্যবহার
> করে কাজ টা করুন। আশা করছি অনুরোধ টা রাখবেন।
>
> না রিং ভাই, উবুন্তু বা মিন্ট নিয়ে কাজ করবোনা তা কিন্তু বলিনি। আমার বাসার
পিসিতে(যেটি মূলত আমার বাবাকে ব্যবহারের জন্য কিনে দেয়া), সেটিতে উবুন্তুই
একমাত্র ওএস। উইন্ডোজ থেকে পুরোপুরিই বিদায় নিয়েছি ২০০৮ থেকে। তিনটি
চাকুরিস্থলেও কেবল উবুন্তু দেয়া মেশিনে কাজ করেছি। উইন্ডোজে কাজ করতে গেলে
ক্ষণে ক্ষণে বিরক্তি কাজ করে, শান্তি পাইনা।
ম্যাকবুকে কেনো এখনো উবুন্তু বা মিন্ট দেইনি তা বলেছি। ম্যাক প্লাটফর্মে
ডেভেলপের জন্য ম্যাক ওএসই ভালো। মাল্টিবুটিং না হলে অন্তুত ভার্চুয়াল মেশিনে
মিন্ট বা উবুন্তু থাকবেই। লিনাক্সের মতো এমন স্বাচ্ছন্দ্য অন্যকিছুতে নেই। তাই
অনুরোধ না করলেও তাই করবো।
> ম্যাকবুক কিংবা ম্যাক ভাই এ নিয়ে মশকারি কিংবা সমস্যা-সমাধানে ভিন্ন থ্রেডে
> আলোচনাটা করলে খুব খুশি হবো। আমরা মজা করবো, তবে সীমালংঘন করে নয়।
>
> @গৌতম রয় আপনি নিশ্চুপ হয়ে থাকলে তো চলবে না। সক্রিয় ভাবে আলোচনায় অংশ নিয়ে
> দ্বায়িত্ব এবং কর্তব্যগুলো ভাগ করে নিন লেনিন ভাই এর সাথে। সবরকম আলোচনাই
> জরুরী।
>
> অনুষ্ঠানের পরিকল্পনা অর্থাৎ কার্যকরি কর্মপরিকল্পনা নির্ধারণের দরকার আছে।
ক্যামেরা, সাউন্ড ইত্যাদি ব্রডকাস্টিংয়ের ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারগুলো।
রাজুভাই কিন্তু খাবার-দাবারের জন্য কিছু ডোনেট করার কথা ইচ্ছা প্রকাশ করেছেন।
আমি জানি অনুমান করা অসম্ভব তবুও কত সংখ্যক লোক সমাগম হতে পারে সে ব্যাপারে
কিছু আলোচনা চলতে পারে।
More information about the ubuntu-bd
mailing list