[Ubuntu-BD] বন্টু-মিন্টুর আড্ডাঃ সচলায়তনে লাইভ ব্লগিং ও লাইভ ভিডিও স্ট্রিমিং সংক্রান্ত
Lenin
lenin at phpxperts.net
Sun Jul 18 16:45:51 BST 2010
শাবাব ভাই,
সচলায়তন ভিডিও স্ট্রিমিংয়ে কারিগরি সহায়তা করবে এটা কিন্তু জানা ছিলোনা। যদি
হয় তাহলে খারাপ হয়না। তবে, ustream.tv এর মান তো আপনি, আমি আর ম্যাক ভাই
দেখেছিই ভালোই মনে হলো। সচলায়তন কোন কোন ব্যাপারে সহায়তা করবেন সেটি তো আর
জানিনা। যদি তুলনামূলক বেশি ভালো হয় তবে সেটি নেয়াই বুদ্ধিমানের কাজ হবে।
ভিডিও ধারণের জন্য উন্নতমানের ক্যামেরা প্রয়োজন এবং সেটির ধারণেও কাউকে থাকতে
হবে অর্থাৎ প্রয়োজন মতো বিভিন্নদিকে তাক করতে হবে। সুতরাং সেটি কিন্তু মামুলি
ওয়েবক্যাম বা ল্যাপটপের বিল্টইন ক্যাম দিয়ে ভালো হবেনা। কারিগরি সহায়তায়
নির্ঝরও ব্যক্তিগতভাবে আমাকে তার স্বেচ্ছাসেবার আগ্রহের প্রতি আগ্রহ জানিয়েছে।
2010/7/18 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>
> @লেনিন ভাই,
>
> স্ট্রিমিংটা http://www.ustream.tv/ হবে নাকি সচলায়তনের কারিগরি সহায়তায় হবে
> সেটা একটু ঠিক করে নিয়ে জানান, প্লিজ।
More information about the ubuntu-bd
mailing list