মুক্তার ভাই, ধন্যবাদ স্বেচ্ছাসেবার জন্য যারা যারাই হাত বাড়াবেন তারাই মূলত অনুষ্ঠানের সফলতার জন্যই করবেন নিশ্চিতভাবেই। তাই কেউ সাহায্য করতে চাইলে ফেরাতে চাইছিনা। যারাই সাহায্য করতে চাইছেন তারা যদি সামান্য আগে থেকে উপস্থিত হয়ে দায়িত্ব বুঝে নিয়ে সহায়তা করেন তবে সবার জন্যই ভালো হবে। লেনিন