[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

Lenin lenin at phpxperts.net
Thu Jul 15 14:40:47 BST 2010


ম্যাক ভাইয়ের সাথে কথা হলো একটু আগে তিনি আরো কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা
করবেন আশা করছেন তেমনি জানালেন।
শাবাব ভাই এবং সাজেদ ভাই সহ তিনি একটি অনলাইন মিটিং করতে চাচ্ছেন। আমার মনে হয়
স্কাইপ চ্যাটিং করা যেতে পারে। অন্য কে কে মিটিংয়ে থাকলে ভালো হয় এবং কখন
থাকতে পারবেন সেটা আমাকে ব্যক্তিগত মেইলে জানালে আমি ম্যাক ভাইকে জানিয়ে দেব।
তিনি আজ অথবা আগামীকালের মধ্যেই পরিকল্পনা এবং পারস্পরিক আলোচনা করে নিতে
চাচ্ছেন। রাসেল ভাই মনে হয় বেশি ব্যস্ত। শাহরিয়ার ফ্রি থাকলে জানান।
এই মাত্র সাজেদ ভাইয়ের সাথে যোগাযোগ করলাম উনি সময় দিতে পারবেন জানিয়েছেন।


More information about the ubuntu-bd mailing list