[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Shabab Mustafa
shabab.mustafa at gmail.com
Thu Jul 15 10:29:08 BST 2010
আমার মনে হয় লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটায় টেকি কারো থাকলে ভাল হয়। তাতে কোনরূপ
সমস্যা হলে ইন্সট্যান্ট সমাধান করা সম্ভব হবে। লেনিন ভাই কি অনুষ্ঠানের শেষ
পর্যন্ত থাকবেন? তাহলে লেনিন ভাই আর গৌতমদা দুজন মিলে কাজটা ভালভাবে সম্পন্ন
করা যাবে।
---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates
2010/7/15 goutam roy <gtm_roy at yahoo.com>
> রিং ভাই, আগে অবশ্য কখনো এই কাজ করি নাই, কিন্তু কাজটা বোধহয় কঠিন কিছু না। বড়
> কোনো
> ঝামেলা না হলে যেহেতু অনুষ্ঠানে যাচ্ছি এবং আশা আছে পুরো সময়টা থাকার, সুতরাং
> সময়
> দিতে পারবো। লাইভ স্ট্রিমিং-এ কী কী করতে হয় জানান প্লিজ।
> .....................
> Goutam Roy
> Research Coordinator
> Research, Evaluation and Dissemination
> Plan Bangladesh
> Bangladesh Country Office
> House 14, Road 35
> Gulshan 2, Dhaka 1212
> Bangladesh
> T + 88-02-9861599, 9860167
> M+ 88-01612018951, 01712018951
> goutam.roy at plan-international.org
> www.plan-international.org
> www.bdeduarticle.com
>
>
>
>
> ________________________________
> From: সাজেদুর রহিম জোয়ারদ <toshazed at gmail.com>
> To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
> Sent: Thu, July 15, 2010 2:24:36 PM
> Subject: Re: [Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
>
> গৌতম দা
>
> আমি ল্যাপি আর ভালোমানের একটা ওয়েবক্যামের ব্যবস্থা করে দিতে পারবো। হাইস্পীড
> নেট কানেকশানও দিতে পারবো। আপনি কি লাইভ স্ট্রিমিং করতে পারবেন? এগুলো ছাড়া আর
> কি লাগবে জানান। অনুষ্ঠানের দিন লাইভ স্ট্রিমিং করতে পারলে খুব ভালো হয়।
> অভ্রনীল আর বাতেন ভাই এর মতো আর যারা বিদেশের মাটিতে আছেন তারা তাহলে সরাসরি
> উপভোগ করতে পারেন আমাদের এই অনুষ্ঠান তাদের কর্মস্থল থেকেই।
>
> আপনি যদি দ্বায়িত্বটা নিতে পারেন আমারা আয়োজকেরা খুবই কৃতজ্ঞ থাকবো।
>
>
> রিং
> +8801671411437
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
More information about the ubuntu-bd
mailing list