[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Thu Jul 15 09:24:36 BST 2010


গৌতম দা

আমি ল্যাপি আর ভালোমানের একটা ওয়েবক্যামের ব্যবস্থা করে দিতে পারবো। হাইস্পীড
নেট কানেকশানও দিতে পারবো। আপনি কি লাইভ স্ট্রিমিং করতে পারবেন? এগুলো ছাড়া আর
কি লাগবে জানান। অনুষ্ঠানের দিন লাইভ স্ট্রিমিং করতে পারলে খুব ভালো হয়।
অভ্রনীল আর বাতেন ভাই এর মতো আর যারা বিদেশের মাটিতে আছেন তারা তাহলে সরাসরি
উপভোগ করতে পারেন আমাদের এই অনুষ্ঠান তাদের কর্মস্থল থেকেই।

আপনি যদি দ্বায়িত্বটা নিতে পারেন আমারা আয়োজকেরা খুবই কৃতজ্ঞ থাকবো।


রিং
+8801671411437


More information about the ubuntu-bd mailing list