[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Lenin
lenin at phpxperts.net
Thu Jul 15 06:27:04 BST 2010
2010/7/15 Junayeed Ahnaf <zombiegenerator at gmail.com>
> On Wednesday, July 14, 2010 06:19:42 pm Muktar wrote:
> > Gaming/ Prize er kono arrangement ase naki :D ?
>
> অসম্ভব মজার একটি গেম "World Of Goo" খেলার ব্যবস্থা করা যেতে পারে। গেমটি
> পাজল/ফিজিক্স বেজড এবং লিনাক্সে ন্যাটিভলি
> চলে। তবে পুরষ্কার হিসাবে ছোটখাট কিছু (চাবির রিং, আর্মব্যান্ড,
> উবুন্টু/ফেডোরা/মিন্টের সিডি ইত্যাদি) দেয়ার ব্যবস্থা থাকলে মন্দ হয় না।
তুমি কি আসছো অনুষ্ঠানে? আসলে গেমের ব্যবস্থা করা যেতে পারে।
More information about the ubuntu-bd
mailing list