[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

Lenin doctortomorrow at gmail.com
Wed Jul 14 19:51:47 BST 2010


2010/7/15 Shafiul Azam <admin at muktosource.com>

> আসব ইনশাল্লাহ ... পোলাপান যে কয়টাকে পারি ধরে নিয়ে আসবো :)
>
> @লেনিন ভাই, টি শার্ট মনে হয় জোগাড় করা যাবে এইবার! ;)


টি-শার্টের জন্য সবাই ফেসবুকে দেয়া শাহরিয়ারের ফর্মে চাহিদা জানিয়ে রাখুন।
টি-শার্টের ব্যবস্থা করছে শাহরিয়ার।

চাহিদা জানানো না থাকলে অনেক সমস্য হতে পারে, সাইজ, কালার ইত্যাদি অনুযায়ী
পাওয়া ইত্যাদি।


More information about the ubuntu-bd mailing list