শাবাব কে বলছি সমকাল আর প্রথমআলোয় প্রেস বিজ্ঞপ্তির ব্যাপারে আমি সাহায্য করতে পারি। কি ধরনের লেখা আর কোন সংগঠনের নামে পাঠাবো একটু বলো। আচ্ছা তুমি আগে আসো দুপুর ১২টায়, তারপর আলোচনা করে ঠিক করা যাবে। চাইলে ক্যাম্পাসে বসেই মেইল করে দোব ওই দুটো পত্রিকায়। রিং +8801671411437