[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
Mehdi Hassan
mehdi680 at gmail.com
Tue Jul 13 17:32:28 BST 2010
সাজেদ ভাই/ শাবাব ভাই
অনুষ্ঠান টা মনে হচ্ছে বেশ জমজমাট হবে। ডি,ভি,ডি এর ব্যাপারে অামাকে কিন্তু
কিছু জানালেন না। পরে হয়ত সময় ই থাকবেনা। সাজেদ ভাই এর ও অনেক কস্ট বাড়বে।
এমনিতেই অাপনি অসুস্থ।
2010/7/13 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>
> সাবটাইটেল অনুবাদের একটু উদাহরণ দিচ্ছি:
>
> *ইংরেজি:*
> I was at Agenda 2000
>
> and uh, one of the people who was there
> was Craig Mundie,
>
> who is some kind of
> high mucky muck at Microsoft,
>
> I think uh, vice-president of consumer products
> or something like that.
>
> And uh, I hadn't actually met him
>
>
> I, I, I, uh, bumped in to him in an,
> in an elevator... in an elevator
>
> And uh, I looked at his badge and said,
> "Oh, I see you work for Microsoft."
>
>
> And he looked back to me and said,
> "Oh, yeah and what do you do?"
>
> And I thought he seemed just a sort of a tad dismissive
>
>
> I mean, here's the archetypal, you know,
> guy in a suit
>
>
> looking at a scruffy hacker
>
>
> And so I gave him the thousand
> yard stare and said,
>
> "I'm your worst nightmare."
>
>
> *এইটার বাংলা আমি যেমন করলাম সেটা এমন: *
>
>
> আমি তখন এজেন্ডা ২০০০ এর সম্মেলনে ছিলাম
> সেখানে অনেকের সাথে ক্রেইগ মান্ডিও ছিলেন
>
> যিনি মাইক্রোসফটের হোমড়া-চোমড়াদের মধ্যে একজন,
>
> সম্ভবত কনজ্যুমার প্রোডাক্টস বিভাগের ভাইস প্রেসিডেন্ট বা এরকম কিছু।
>
> আসলে ঠিক ওভাবে ঘটা করে কথা হয়নি
>
> তার সাথে এলিভেটরে (লিফট) হঠাৎ দেখা হয়ে গেল
>
> আমার নজর গেল গেল তার ব্যাজের দিকে, বললাম
> "ওহ, আপনি দেখি মাইক্রোসফটে কাজ করেন"
>
> তিনি আমারদিকে ফিরে তাকালেন আর বললেন,
> "হ্যা, তাই। আর তুমি কি করো?"
>
> আমার কাছে মনে হল তার কথায় সুক্ষ্ণ তাচ্ছিল্যের সুর...
>
> মানে, বুঝতেই পারছেন, স্যুট পড়া
> কেতা দুরস্ত সাহেব...
>
> চেয়ে দেখছেন একটা উষ্কোখুস্কো হ্যাকারকে...
>
> তাই তার দিকে একটা শূন্য চাউনি ছুড়ে
> দিয়ে বললাম,
>
> "আমি হলাম তোমার সবচেযে ভয়ংকর দুঃস্বপ্ন..."
>
>
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Z.M. Mehdi Hassan
Digital Watch Limited
More information about the ubuntu-bd
mailing list