[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

Ovro Niil ovroniil at gmail.com
Tue Jul 13 15:52:03 BST 2010


সচলায়তনে আমি দিতে পারি।

তবে আলোচনার জন্য এবং প্রচারণার কাজে লাগানোর জন্য একটা সাধারণ পোস্ট (সাধারণ
ব্যাকলিংক) থাকা উচিৎ, যাতে করে সবাই যেকোনো জিজ্ঞাসার জন্য একটা সাধারণ জায়গায়
মিট করতে পারে। জায়গাটি যদি আমাদের প্রযুক্তি হয় তাহলে খুব ভালো হয়। তাহলে
প্রতিটি ব্লগ/ফোরামের পোস্টে আমাদের প্রযুক্তির লিংকটা দিয়ে দেয়া যাবে।

শাবাব ভাইয়ের আপ্র'র পোস্টের জন্য অপেক্ষা করছি...


-- 
.:: অভ্রনীল ::: Ovroniil ::.

❆ আমার সাইট ➠ http://ovroniil.wordpress.com/
❆ সহজ উবুন্টু শিক্ষা ➠ http://ovroniil.wordpress.com/ubuntux/sus/


More information about the ubuntu-bd mailing list