[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Tue Jul 13 13:00:11 BST 2010
শাবাব কে বলছি
তুমি একটু সময় করে আগামীকাল দুপুর ১২টার মধ্যে ঢা:বি: তে চলে আসো। আমি অফিস
থেকে চলে আসবো। দু'জনে মিলে "আরসি মজুমদার মিলনায়তন" বুকিং দিয়ে দেবো। আমি
ইতোমধ্যে মিলনায়তন বুকিং দেবার জন্য আবেদনপত্র লিখে প্রয়োজনীয় কর্তৃপক্ষের সিল
আর স্বাক্ষর নিয়ে নিতে পাঠিয়ে দিয়েছি। জানো নিশ্চয় ওই মিলনায়তন ঢা:বি: র কোন
শিক্ষকের মন্তব্য বা সুপারিশ ছাড়া কারো/কোন সংগঠনের কাছে ভাড়া দেয় না। তাই আমি
কাজ কিছু এগিয়ে রাখলাম। তুমি কাল ঐ সময়ে কেন্দ্রীয় পাঠাগারের সামনে চলে এসো।
তারপর আয়োজক কর্তৃপক্ষ হিসেবে আমাদের উপস্থিতিতে আবেদন পত্র মিলনায়তনের
কর্তৃপক্ষের কাছে জমা দেবোখন।
আর আমার "তথ্যকনিকা" তৈরীর কাজ প্রায় শেষ পর্যায়ে। আশা করি তুমি যে লেখাগুলোর
লিংক দেবে বলেছিলে ওগুলো দ্রুতই দেবে। উবুন্টু আর মিন্টের কাস্টম আইএসও ও তৈরী
হয়ে গেছে। কালকে তুমি আসলে বুকিংএর কাজ শেষে প্রিন্টের জন্য পজিটিভ আর ডিভিডির
তৈরীর করার ব্যাপারে সিদ্ধান্ত নেবো। অগ্রিম প্রস্তুতি আর ঘন্টা দুয়েক সময় যেন
দিতে পারো তেমনি করেই আসবে।
রিং
+8801671411437
+919874079881
More information about the ubuntu-bd
mailing list