[Ubuntu-BD] The get together of Ubuntu and Mint users

Lenin lenin at phpxperts.net
Tue Jul 13 07:08:41 BST 2010


শুক্রবারের ব্যাপারটি আমার সুবিধাজনক অডিটোরিয়ামেও ছিলো। শুক্রবারে ইবাইস
ইউনিভার্সিটির ছাত্র এবং কর্মচারি সবাই ছুটিতে থাকে।
আমি মনে করি, অনেক দিন(বলা যায় এক বছরেরও বেশি সময় সক্রিয় অুনষ্ঠান হয়নি)
সুতরাং আগে একটি গেট-টুগেদার করা যাক, স্পন্সর যদি না পাওয়া যায় তবুও।
যেহেতু মুভি দেখানোর ব্যাপার আছে, তাই প্রোজেক্টর ও সাউন্ড সিস্টেমের সুবিধাও
থাকতে হবে।

2010/7/13 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>

> আসলে এলিটদের এলাকায় যে সুবিধা পাওয়া যাচ্ছিল, নন-এলিটদের এলাকায় সেই সুবিধা
> মোটেই পাওয়া যাচ্ছে না।
>
> আমি ইতিমধ্যে IDB, WVA, LGED, BILIA, BIAM এবং সাজেদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়
> সংলগ্ন অডিটরিয়ামগুলোর খোঁজ খবর নিয়েছেন। এরমধ্যে IDB ‌তে শুক্রবার প্রোগ্রাম
> করা যাবে না, WVA ‌- ২৩ তারিখ ফ্রি নাই, LGED র আলমাতান্ত্রিক জটিলতা অনেক,
> মেলা চিঠি চালাচালির ঠেলা আছে, BILIA এর ধারণ ক্ষমতা কম, ৭০ জন মাত্র। BIAM
> আবার বিশাল বড়। টিএসটি-র অডিটোরিয়ামও বেশি বড়। এই রকম অনেক কিছুর পর আরসি
> মজুমদার অডিটোরিয়ামের কিছু সম্ভবনা দেখা যাচ্ছে। কিন্তু মুস্কিল হল অনুষ্ঠানের
> জন্য এটি বিনে পয়সায় পাওয়া যাবে না। এজন্য আনুমানিক ২০+ হাজার টাকা প্রয়োজন
> হতে
> পারে।
>
> অতএব বোঝাই যাচ্ছে এইজন্য স্পন্সর প্রয়োজন। স্পন্সরের জন্য আগ্রহী কেউ কি
> আছেন?
>
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list