[Ubuntu-BD] বরাহ ব্যবহার করে সহজেই বাংলা লিখতে পারছি

Lenin lenin at phpxperts.net
Sun Jul 11 06:46:56 BST 2010


2010/7/11 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>


> তবে স্কীমের সাথে ডিফল্ট আরো অনেক ভাষার
> লেআউট দেয়া আছে। আশা করি সুশান্ত দার জন্য 'স্কীম' উপযোগী একটি প্যাকেজ।
>

কারমিক থেকে তো এসসিআইএম ডিফল্ট হিসেবে আর দেয়া হচ্ছেনা, সুতরাং সবার আইবাসে
অভ্যস্ত হওয়াটাই সুবিধাজনক হবে। আইবাসে এখনো অভ্র দেয়া হয়নি তবে যেহেতু
ওপেনসোর্স তাই যে কেউ যুক্ত করে নিতে পারেন।


More information about the ubuntu-bd mailing list