[Ubuntu-BD] লিনাক্সে ভবিষ্যতে কি কি নতুন ফিচার আসতে পারে?

Tanveer Hossain tanveerhossain1 at gmail.com
Thu Jul 8 07:28:10 BST 2010


22 July 2010 is not friday. It's Thursday. @ring
-----Original Message-----
From: সাজেদুর রহিম জোয়ারদার
Sent:  08/07/2010, 8:37  am
To: Ubuntu Bangladesh
Subject: Re: [Ubuntu-BD] লিনাক্সে ভবিষ্যতে কি কি নতুন ফিচার আসতে পারে?


নির্ঝর

তোমার এই প্রশ্নের উত্তর মনে হয় কিছু কিছু লেখা পড়লেই পেয়ে যাবে। খুব খুশি হবো
যদি তুমি নিজে লেখাগুলো http://ovroniil.wordpress.com থেকে পড়ে নেও। আর
বিস্তারিত আলোচনার জন্য থ্রেড তো থাকলোই। তার চাইতেও বড় উপলক্ষ্য পাবে ২২শে
জুলাই ২০১০ রোজ শুক্রবার, যদি তুমি কষ্ট করে "বুন্টু-মিন্টু'র  আড্ডা"তে আসো।

অনেক ধন্যবাদ তোমায় প্রশ্নগুলো করার জন্য।

রিং
+8801671411437
+919874079881
-- 
Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
ubuntu-bd at lists.ubuntu.com
https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list