[Ubuntu-BD] লিনাক্সে ভবিষ্যতে কি কি নতুন ফিচার আসতে পারে?

Junayeed Ahnaf zombiegenerator at gmail.com
Wed Jul 7 20:23:19 BST 2010


শুভ গোধূলি,

দুইটি প্রশ্ন মাথার মাঝে ঘুরপাক খাচ্ছে। করেই ফেলব বলে ঠিক করলামঃ

১। লিনাক্সে ভবিষ্যতে কি ধরণেই পরিবরর্ত্ন আসতে পারে? আউটলুক এবং কার্ণেল এবং সফটওয়্যার রিপ্লেসমেন্ট?
২। উবুন্টু/ফেডোরা/স্যুসি কেন ৬ মাস পর পর রিলিজ দেয়া হয়? যে আপডেট গুলা আসে সেইগুলি কি আপডেট ম্যানেজার এর মাধ্যমেই 
দিয়ে দেয়া যায় না? কার্ণেল ও তো সেইভাবেই পরিবর্তন করা যায়। অ্যাপল বা মাইক্রোসফটের মত ২/৩ বছর পর পর একটা ডিস্ট্রো 
আনলে সমস্যা কি?
৩। আলাদা থ্রেড করা উচিত ছিল, তবুও মনে হয় এখানেই করা যায়। লিনাক্সে (কেডিই/নোম/এক্সএফসিই/ফ্লাক্সবক্স/ই১৭) কি অ্যারো 
ইফেক্ট আনা যায়?

ভালো থাকবেন সবাই।

-- 
I am me, I wanna be me. Like me or not, this is the way I am-

Junayeed Ahnaf Nirjhor
Linux Mint Bangladesh
Facebook- http://www.facebook.com/nirjhor
Twitter - http://www.twitter.com/nirjhor
Myspace- http://www.myspace.com/nirjhor1992
Blog - http://nirjhor.wordpress.com


More information about the ubuntu-bd mailing list