[Ubuntu-BD] Yahoo to Gmail, email fetching problem.

Mehdi Hassan mehdi680 at gmail.com
Fri Jul 2 20:22:23 BST 2010


সুক্ষ্যাতি সুক্ষ উত্তর দিয়েছেন। বুদ্ধিমান দের জন্য ইসারা, অার বোকাদের জন্য
ধাক্কা। হা হা হা। অামি চেস্টা করছি, জানাব। ধন্যবাদ

2010/7/3 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>

> 2010/7/3 Mehdi Hassan <mehdi680 at gmail.com>
>
> > অাপনার বিরত্তির কারন হওয়ার জন্য দুঃথিত। অামি বুঝেতে পারিনাই। অাসলে
> প্রথমেই
> > অালোচনা করা হয়েছিল সমস্যা টা কি। ক্রমে ক্রমে এগিয়ে যাচ্ছিলাম, অাস্ত
> অাস্তে
> > উত্তর গুলো সংখিপ্ত হচ্ছিল,  সমাধান এখনও পাইনাই সেটাই বুঝাতে চেয়েছিলাম।
> > সমস্যা টা হল অামার একটা yahoo mail Account অাছে। অামি চাই এই mail গুলো
> > অামার
> > Gmail Account থেকে চেক করব।   কিন্তু তা পারছিনা। এই হল ব্যাপার।
> >
>
> আমরা এত সহজে বিরক্ত হই না, তবে মাঝে মাঝে অসহায়বোধ করি।
>
> যাইহোক, আপনাকে জিমেইলে ইয়াহুর মেইলগুলি পাবার জন্যই বুদ্ধি দেয়া হচ্ছে।
> ইয়াহুর
> ফরওয়ার্ডিং বক্সে গিয়ে আপনার জিমেইল ঠিকানা দিয়ে সেভ করুন। তাহলে ইয়াহুতে যত
> মেইল আসবে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে জিমেইলের ইনবক্সে চলে যাবে। এটাই সবচেয়ে সহজ
> সমাধান।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
Z.M. Mehdi Hassan
Digital Watch Limited


More information about the ubuntu-bd mailing list