[Ubuntu-BD] Yahoo to Gmail, email fetching problem.
Mehdi Hassan
mehdi680 at gmail.com
Fri Jul 2 19:55:39 BST 2010
অাপনার বিরত্তির কারন হওয়ার জন্য দুঃথিত। অামি বুঝেতে পারিনাই। অাসলে প্রথমেই
অালোচনা করা হয়েছিল সমস্যা টা কি। ক্রমে ক্রমে এগিয়ে যাচ্ছিলাম, অাস্ত অাস্তে
উত্তর গুলো সংখিপ্ত হচ্ছিল, সমাধান এখনও পাইনাই সেটাই বুঝাতে চেয়েছিলাম।
সমস্যা টা হল অামার একটা yahoo mail Account অাছে। অামি চাই এই mail গুলো অামার
Gmail Account থেকে চেক করব। কিন্তু তা পারছিনা। এই হল ব্যাপার।
ধন্যবাদ
2010/7/2 Shabab Mustafa <shabab.mustafa at gmail.com>
> 2010/7/2 Mehdi Hassan <mehdi680 at gmail.com>
>
> > পারলামনা
> >
>
> ভাইরে, এত শর্টকাটে রিপোর্ট করলে তো আমরাও সমাধান দিতে 'পারব না'। কিভাবে কি
> চেষ্টা করলেন, কি চাইছিলেন, আর ফলাফল কি হল বিস্তারিত না বললে কেমনে হবে?
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
Z.M. Mehdi Hassan
Digital Watch Limited
More information about the ubuntu-bd
mailing list