[Ubuntu-BD] উবন্টু 9.10 তে স্কাইপ ব্যবহার করে ভিডিও চ্যাট সমস্যা
Ovro Niil
ovroniil at gmail.com
Wed Jan 27 20:23:36 GMT 2010
উবুন্টুর রিপোতে স্কাইপের যেটা থাকে সেটাতে কিছু সমস্যা থাকে।
আপনি কোত্থেকে স্কাইপ ইন্সটল করেছেন? স্কাইপের সাইট থেকে .deb ডাউনলোড করে
ইন্সটল করে দেখেছেন কি?
আপনার উবুন্টু কি ওয়েবক্যাম ডিটেক্ট করে? টার্মিনালে lsusb কমান্ডটি রান করে যে
রেজাল্ট পাবেন সেটা একটু বলুন।
২৬ জানুয়ারী, ২০১০ ৯:১১ pm এ তে, Alamgir Murshed <
alamgirmurshed at rocketmail.com> লিখেছে:
> উবন্টু 9.10 তে স্কাইপ ইনস্টল করলাম । সাউন্ড সেটিংস সুন্দরভাবে কনিফগার করতে
> পেরেছি । কিন্তু আমার A4tech PK5 MODEL এর ওয়েবক্যাম ব্যবহার করে ভিডিও
> কনিফগার করেত পারছি না । টেস্ট ভিডিও তে ক্লিক করলে কিছুই দেখায় না। দয়া করে
> কেউ জানলে বলবেন কি?
>
> আমার ওয়েবক্যাম এবং মাইক্রোফোন ডিটেক্ট হচ্ছে কি না তা নিশ্চিত হবার জন্য
> আমি চিজ সফটওয়্যার সেন্টার থেকে ইনস্টল করেছি । এবং তা কোন সমস্যাছাড়াই
> ব্যবহার করা যাচ্ছে । কিন্তু স্কাইপতে সমস্যা হচ্ছে কন বুঝলাম না ।
>
>
>
>
>
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list