[Ubuntu-BD] Could not install msttcorefonts
Shabab Mustafa
shabab.mustafa at gmail.com
Sun Jan 17 08:07:22 GMT 2010
সমস্যাটা ttf-mscorefonts প্যাকেজটার নয়, sourceforge এর।
ttf-mscorefonts প্যাকেজের কাজ হচ্ছে প্রথমে চেক করা যে mscorefonts গুলো
ইন্সটল করা আছে কিনা। যদি না থাকে তবে সেগুলো জিপ আকারে sourceforge থেকে
নামিয়ে নিয়ে এক্সট্রাক্ট করে যথায়থ ভাবে ইন্সটল করে ফন্ট ক্যাশ আপডেট
করা। বাংলাদেশের জন্য Sourceforge এর ডিফল্ট সার্ভারে সমস্যা থাকায় সেটা
ডাউনলোড পর্যন্ত এসে থেমে যায়।
On 1/16/10, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> ttf-mscorefonts প্যাকেজটাতে সমস্যা অাছে। সম্পূর্ণবূপে ইনষ্টল হয় না।
> সিন্যাপটিক থেকে শুধুমাত্র ttf-mscorefonts প্যাকেজটাকে সিলেক্ট করে অানইনষ্টল
> করে দিন।
>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
---
Shabab Mustafa
Chief Administrative Officer
Admin Office
CapsLock Corporates
More information about the ubuntu-bd
mailing list