2010/1/1 Lenin <doctortomorrow at gmail.com> > স্প্লিট ফায়ার ঠিকই ধরেছেন। লাঞ্চপ্যাডে রাসেল জনের দেয়া নোটিসটি ওরা এখনো > কানে > তোলেনি তাই আমাদের পিসির টাইম স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হচ্ছেনা এখনো। > > ভাই, লিংকটা একটু দেবেন? আমরাও গিয়ে একটু জোরেসোরে বলি গিয়ে। তাতে যদি কান পর্যন্ত পৌঁছায় কিছু... নতুন বছরের শুভেচ্ছা রইল।