[Ubuntu-BD] ভিএলসি সমস্যা

Ayon Khan ayonkhan at live.com
Thu Feb 25 09:37:38 GMT 2010


১. টার্মিন্যালে nautilus ~/.cache কমান্ডটি রান করুন। নটিলাসে ~/.cache ডিরেক্টরিটি প্রদর্শিত হলে সেখান থেকে vlc ফোল্ডারটি মুছে দিন।
২. টার্মিন্যালে nautilus ~/.config কমান্ডটি রান করুন। নটিলাসে ~/.config ডিরেক্টরিটি প্রদর্শিত হলে সেখান থেকে vlc ফোল্ডারটি মুছে দিন।
৩. টার্মিন্যালে nautilus ~/.local/share কমান্ডটি রান করুন। নটিলাসে ~/.local/share
ডিরেক্টরিটি প্রদর্শিত হলে সেখান থেকে vlc ফোল্ডারটি মুছে দিন।
এবার ভিএলসি মিডিয়া প্লেয়ার চালু করে দেখুন, ঠিক মত কাজ করছে কিনা?

ধন্যবাদ
অয়ন খান

> Date: Thu, 25 Feb 2010 13:25:11 +0600
> From: ksnipabd at gmail.com
> To: ubuntu-bd at lists.ubuntu.com
> Subject: [Ubuntu-BD] ভিএলসি সমস্যা
> 
> আমার উবুন্টু ৯.০৪ এ বেশ কয়েকদিন ধরে ভিএলসি প্লেয়ারটা চলছে না। বার বার কি
> একটা সমস্যা দেখাচ্ছে। উবুন্টুও অনেক স্লো হয়ে গেছে। কোন ডিভিডি চালাতে গেলে
> যে কোন প্লেয়ার এই সমস্যা দেখা দিচ্ছে। কি করবো?
> 
> -- 
> Kaniz Sayma Nipa
> Dhaka, Bangladesh
> +8801728803844
> -- 
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
 		 	   		  
_________________________________________________________________
Hotmail: Trusted email with Microsoft’s powerful SPAM protection.
https://signup.live.com/signup.aspx?id=60969


More information about the ubuntu-bd mailing list