[Ubuntu-BD] LXDE -এর বাংলা অনুবাদ সম্পন্ন
SHAHAN
shahan.bangladesh at gmail.com
Sat Feb 6 15:07:51 GMT 2010
outstanding....
2010/2/5 Maya Max <maya2k10 at gmail.com>
> ধন্যবাদ, খুব ভাল কাজ করেছেন। আপনাকে অভিনন্দন। এটা আমরা কিভাবে ব্যবহার
> করতে পারবো? কবে নাগাদ হাতে পাবো? ইত্যাদি জানালে সুখী হতাম।
>
> On 04/02/2010, Shabab Mustafa <shabab.mustafa at gmail.com> wrote:
> > উবুন্টেরো বন্ধুগণ,
> >
> > খবরটি বিলম্বে জানাবার জন্য দুঃখিত। আমরা সবাই মোটামুটি অবগত রয়েছি যে LXDE
> > নামক একটি অত্যন্ত হালকা ডেক্সটপ এনভায়রনমেন্ট রয়েছে। এই হালকা DE টি যুক্ত
> হতে
> > যাচ্ছে উবুন্টু পরিবারের সাথে। আগামী এপ্রিলে এই এনভায়রনমেন্টের সাথে
> উবুন্টু
> > যোগ হয়ে একটি নতুন ডিস্ট্রো রিলিজ হতে যাচ্ছে যার নাম Lubuntu.
> >
> > সুখবর হচ্ছে, এই LXDE এনভায়রনমেন্টটি বাংলায় অনুবাদের কাজ সম্প্রতি শেষ
> হয়েছে।
> > এটি অনুবাদ করছে অংকুর ফাউন্ডেশন। অংকুর ফাউন্ডেশনকে এজন্য প্রাণঢালা
> অভিনন্দন।
> > আশা করা যাচ্ছে Lubuntu এর প্রথম রিলিজ থেকেই DE এর ভাষা হিসেবে বাংলা
> থাকছে।
> >
> > LXDE এর কেন্দ্রীয় অনুবাদ কার্যক্রমে ১০০% অনুবাদ শেষ হওয়া ৯টি ভাষার মধ্যে
> > বাংলাও রয়েছে:
> > http://pootle.lxde.bsnet.se/
> >
> > LXDE এর বাংলা অনুবাদ:
> > http://pootle.lxde.bsnet.se/bn/lxde/
> >
> > ধন্যবাদ।
> > ---
> > Shabab Mustafa
> > --
> > Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> > ubuntu-bd at lists.ubuntu.com
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
Mohammad Shahadat
More information about the ubuntu-bd
mailing list