[Ubuntu-BD] সিডি ড্রাইভ ওপেন সমস্যা
M. Adnan Quaium
adnan.quaium at linux.org.bd
Fri Dec 3 16:58:54 GMT 2010
প্রিয় শোয়েব মাহমুদ ভাই
- আপনার যদি ডুয়েলবুটে উইন্ডোজ থাকে তাহলে দেখুন তো উইন্ডোজে ড্রাইভটি কাজ করে
কিনা।
- রাসেলভাইয়ের কথা মত উবুন্টুতে টার্মিনালে eject কমান্ডটি চালিয়ে দেখুন।
- আর যদি একান্তই সিডি ড্রাইভ খোলার প্রয়োজন হয় (যদি ভেতরে কোন প্রয়োজনীয়
সিডি/ডিভিডি থেকে যায় এবং সেটা বের করার দরকার পড়ে) তবে সিডি ড্রাইভের ইজেক্ট
বাটনের পাশে একটা ছোট একটা ফুটো দেখবেন। সেটাতে সেফটিপিন বা সরু কিছু ঢুকিয়ে
চাপ দিলেই ড্রাইভটি বেরিয়ে আসবে।
2010/12/3 Shoyeb Mahmood <shmood at gmail.com>
> প্রিয় সবাই,
> আজকে কম্পুটার চালু করতে গিয়ে দেখি সিডি ড্রাইভ খুলছে না । টার্মিনালে
> dmesg | grep CD কমান্ড দিলে এ তথ্য গুলো আসেঃ
> shoyeb at shoyeb:~$ dmesg | grep CD
> [ 2.069757] ata1.00: ATAPI: SONY CD-RW CRX320EE, RYK4, max UDMA/33
> [ 2.226281] scsi 0:0:0:0: CD-ROM SONY CD-RW
> CRX320EE RYK4 PQ: 0 ANSI: 5
> [ 2.232244] Uniform CD-ROM driver Revision: 3.20
> [ 2.232391] sr 0:0:0:0: Attached scsi CD-ROM sr0
> আমি ল্যুসিডে আছি। কোন ভাবেই সিডি ড্রাইভ খুলতে পারছিনা । এটা কী
> হার্ডওয়্যার সমস্যা?
> ভালো থাকবেন।
> শোয়েব মাহমুদ
> বরিশাল।
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
M. Adnan Quaium
MSc Student
Faculty of Electrical Engineering Mathematics and Computer Science
Technical University of Delft
Mekelweg 4
Delft
The Netherlands
URL: http://adnan.quaium.com
More information about the ubuntu-bd
mailing list