[Ubuntu-BD] আমি উবুন্টুর ওয়ার্ডে কোন বাংলা লেখা মাইক্রোসফট ওয়ার্ডে খোলার পর বাংলা লেখাগুলো হিবিজিবি দেখাচ্ছে।

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Tue Aug 31 08:07:11 BST 2010


ভাই আজম মাহমুদ

ফন্টটার নাম "সলেমানী লিপি" নয় বরংচ "সোলায়মানলিপি", একটু খেয়ালা করুন। আর আপনি
শাবাবের দুই টোকায় দেড়কুড়ি ফন্ট
ইন্সটল<http://uec-pack.googlecode.com/files/ttf-bangalunicode_0.1b.zip>করেছেন
কি? না করে থাকলে লিংকটা থেকে ইন্সটল করে নিন। আর তারপর আনজিপ করার পর
যে ফোল্ডার পেয়েছিলেন তা থেকে ফন্টগুলো কপি করে নিয়ে আপনার 'জানালা' তে নিয়ে
c:\windows\fonts ফোল্ডারে পেস্ট করে দিন। তারপর সিস্টেম রিবুট করে আসুন।
দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে গেছে।

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list