[Ubuntu-BD] How to play media files in Ubuntu 10.04
Zakir Hossain
rajuru at gmail.com
Sat Aug 28 11:19:46 BST 2010
শুধু গান শুনতে ভিএলসি দিয়ে কোন মজা নাই! উইনঅ্যাম্পের ভক্ত হলে
audacious ইনস্টল করে নিতে পারেন। সফটওয়্যারে ম্যানেজারেই পেয়ে যাবেন।
তবে ডিকোডার গুলো কিন্তু ইনস্টল করা থাকতে হবে (িরং ভাইয়ের মেইল
দ্রষ্টব্য)।
Best Regard,
Raju
------------------------
http://hungrycoder.xenexbd.com - For novice.
2010/8/28 Salim Reza Newton <salimrezanewton at gmail.com>:
> অভ্রনীল দা,
>
> তারেক, সাঈদ আর মাহদি এসে আমাকে পুরো মেশিন সেটআপ করে দিয়ে গেছেন। আমি এখন
> পুরোপুরি বন্টু যদিও নিতান্ত আনাড়ি। আপনাদের সকলের সহযোগিতায়। (এক কোনায়
> এক্সপি-ও আছেন।)
>
> গান শুনতে পারছি ডিফল্ট সফটওয়ার দিয়েই। মুভিও দেখতে পারছি।
>
> অন্যান্য অসুবিধা যা হয়, আপনাদেরকে জানাবো। এক্ষুণি জানাচ্ছি একবার, আলাদা
> ইমেইলে (যেহেতু বিষয় আলাদা)।
>
> ভালোবাসা জানবেন।
>
> 2010/8/26 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
>> নিউটন ভাই
>>
>> *পদ্ধতি একঃ* চটজলদি সমাধান চান? তো ইন্সটল করুন ভিএলসি মিডিয়া প্লেয়ার।
>> Application>>Ubuntu Software Center এ যান। এবার এখানে সার্চ বক্সে vlc কিংবা
>> smplayer লিখে সার্চ দিন অথবা স্ক্রল করে খুঁজে নিন। তারপর ইন্সটল করতে বলুন।
>> আশাকরি এ দুটোর যে কোনটা দিয়েই আপনি এখন প্রায় সবরকম মিডিয়া ফাইল চালাতে
>> পারবেন।
>>
>> *পদ্ধতি দুইঃ *জটিল ও সময় সাপেক্ষ সমাধান হলো
>> System>>Administration>>Synaptic
>> Package Manager এ যান। এবার এখানে সার্চ বক্সে gstreamer লিখে সার্চ দিন।
>> যেগুলো পাবেন তার মধ্য থেকে gstreamer0.10-plugins-ugly-multiverse আর
>> gstreamer0.10-plugins-bad-multiverse এবং gstreamer0.10-plugins-good ইন্সটল
>> করতে বলুন। ডাউনলোড আর ইন্সটল হয়ে গেলে তারপর ডিফল্ট পাওয়া mplayer দিয়েই আপনি
>> সব রকম মিডিয়া ফাইল চালাতে পারবেন।
>>
>> *মন্তব্যঃ *আমার মতে smplayer কিংবা vlc ব্যবহার করাটাই যুক্তিযুক্ত। তথাপি
>> আপনি চাইলে "জটিল সমাধান"টাও করতে পারেন।
>>
>> *শানে নুযুলঃ* কপিরাইটেড হবার কারনে mp3, 3gp সহ বিভিন্ন মাল্টিমিডিয়া সাপোর্ট
>> পূর্বনির্ধারিতভাবেই উবুন্টু অফিসিয়াল রিলিজের সাথে দেয়া থাকে না, দেয়া সম্ভব
>> নয়। এগুলো আপনার প্রয়োজন মতো আপনি আপনার দেশের আইন মেনে ইন্সটল ও ব্যবহার করতে
>> পারবেন।
>>
>> --
>> রিং
>> মুঠোফোনঃ+8801671411437
>> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
>> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
>> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
>> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
>> ঢাকা-১০০০।
>> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
>> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
>> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/
>> >
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>>
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
More information about the ubuntu-bd
mailing list