[Ubuntu-BD] বাংলালায়ন ডঙ্গল কী লিনাক্স সাপোর্ট করে?
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Sat Aug 28 08:52:20 BST 2010
শোয়েব ভাই
বাংলালায়ন/কিউবি র ডঙ্গল ওয়াইম্যাক্স মডেম গুলোকে উবুন্টু সাপোর্টেড করাতে পারি
নাই এখনো। চেষ্টা করছি। তবে কেক সাইজ গুলো খুব সহজেই ব্যবহার করা যায়। জাস্ট
প্লাগএন্ডপ্লে।
ভালো কথা, বরিশালেও কি বাংলালায়ন থাবা বসাইছে?
--
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list