[Ubuntu-BD] হেডফোনে সাউন্ড আসেনা

Tanveer Hossain tanveerhossain1 at gmail.com
Sat Aug 28 07:28:16 BST 2010


@রিং ভাই,
জি ভাই। আমি উবুন্টুতে স্বাভাবিক ভাবে সাউন্ড পাচ্ছি। ওই অবস্থায় যদি
হেডফোন লাগানো হয় তখন স্বাভাবিক সাউন্ড বন্ধ হয়ে হেডফোনে সাউন্ড আসা উচিৎ, তাই না?
কিন্তু আমার উবুন্টুতে স্বাভাবিক সাউন্ড বন্ধ হচ্ছে ঠিক ই কিন্তু হেডফোনে
সাউন্ড আসছে না।

On 8/28/10, Tanveer Hossain <tanveerhossain1 at gmail.com> wrote:
> @রিং ভাই,
> জি ভাই। আমি উবুন্টুতে স্বাভাবিক ভাবে সাউন্ড পাচ্ছি। ওই অবস্থায় যদি
> হেডফোন লাগানো হয় তখন ত
>
> On 8/28/10, Abir Sadik <abir.sadik at gmail.com> wrote:
>> আপনি আপনার gnome পানেল এর sound icon এ ক্লিক করে sound প্রেফেরেন্সেস ওপেন
>> করুন. ভলুমে সব unmute করা আছে কিনা চেক করুন., এরপর output tab এ যান.
>> Choose
>> a device for sound output এ আপনার হেডফোন আছে কিনা চেক করুন. যদি না থাকে,
>> output tab এর একদম নিচের দিকে দেখতে পাবেন connector নামে dropdown একটা
>> মেনু.
>> সেখান থেকে সিলেক্ট করুন analog headphones or analog outputs.
>>
>> 2010/8/28 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>>
>>> তানভীর ভাই
>>>
>>> ল্যাপটপে হেডফোন লাগাবার পর সয়ংক্রিয়ভাবেই স্পীকার থেকে সাউন্ড সুইচিং হয়ে
>>> যাবে। এটা সমস্যা না।
>>>
>>> উবুন্টুতে আপনি হেডফোনে কেন সাউন্ড পাচ্ছেন না এটা বোধগম্য নয়। আমার এইচপি
>>> ৫৩০
>>> আর ডেল ভস্ট্রো তে তো ঠিকঠাক মতোই পাচ্ছি। কোন অতিরিক্ত কনফিগারেশন করতে
>>> হয়নি।
>>>
>>> *আপনি কি উবুন্টুতে স্বাভাবিকভাবে মানে হেডফোন না লাগিয়ে সাউন্ড পাচ্ছেন?*
>>> যদি
>>> এটা পান তবে হেডফোনেও পাবেন।
>>>
>>> --
>>> রিং
>>> মুঠোফোনঃ+8801671411437
>>> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
>>> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
>>> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
>>> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
>>> ঢাকা-১০০০।
>>> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
>>> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
>>> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ
>>> <http://toshazed.wordpress.com/
>>> >
>>> --
>>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>>> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>>>
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>>>
>> --
>> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
>> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>>
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list