[Ubuntu-BD] হেডফোনে সাউন্ড আসেনা

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Sat Aug 28 05:58:28 BST 2010


তানভীর ভাই

ল্যাপটপে হেডফোন লাগাবার পর সয়ংক্রিয়ভাবেই স্পীকার থেকে সাউন্ড সুইচিং হয়ে
যাবে। এটা সমস্যা না।

উবুন্টুতে আপনি হেডফোনে কেন সাউন্ড পাচ্ছেন না এটা বোধগম্য নয়। আমার এইচপি ৫৩০
আর ডেল ভস্ট্রো তে তো ঠিকঠাক মতোই পাচ্ছি। কোন অতিরিক্ত কনফিগারেশন করতে হয়নি।

*আপনি কি উবুন্টুতে স্বাভাবিকভাবে মানে হেডফোন না লাগিয়ে সাউন্ড পাচ্ছেন?* যদি
এটা পান তবে হেডফোনেও পাবেন।

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list