[Ubuntu-BD] দুই টোকায় দেড় কুড়ি ফন্ট ইন্সটল করার কায়দা

ajom mahmud ajomraj at gmail.com
Sat Aug 28 05:57:32 BST 2010


সাবাব ভাই,
অনেক ধন্যবাদ।
আমর বিষয়টা নিয়েই হয়তো আপনার এতো সুন্দর
লেখাটা বের হয়ে আসলো।
এই ভাবেই চালিয়ে যান।



2010/8/27 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> শুরুর আগের কথা:
> ******************
> ব্যাপারটা মাথার ভেতর আগেও যে কিছু কুট কুট করে নাই, তা নয়। এরপর কিছুদিন আগে
> বন্ধুপ্রতিম লেখক, গবেষক শ্রদ্ধেয় রণদীপম বসুর বাড়ি লিনাক্স মিন্ট ইন্সটল করে
> দিতে গিয়ে আবার দাঁদে পানি পড়ার অবস্থা। অমিক্রনল্যাবের সাইটে ইউনিকোড বাংলা
> ফন্ট পাওয়া যায় গোটা তিরিশের মত। সেগুলো একটা একটা করে নামাতে হয়, একবারে
> নামাবার কোন ব্যবস্থা নেই। এইকথা আবিষ্কারের পর রণদার মুখে কিঞ্চিত হতাশার সুর
> সেই চুলকানিটা আবার চাগিয়েই দিল। বাড়ি ফিরে সেই তিরিশখানা ফন্ট নামিয়ে দেখি
> মোটমাট দশ মেগাবাইটের মত আকার দাঁড়াল। সেটাকে একটা জিপ ফাইল বানিয়ে আমার
> অনলাইন
> স্টোরেজে তুলে রাখলাম। ভাবলাম যাক, এইবারে একটা গতি হল। এখন থেকে প্রয়োজন
> পড়লেই
> এখান থেকে নামিয়ে চট করে সবকয়টা একবারে ইন্সটল করে দেয়া যাবে।
>
> দুইদিন আগে মেইলিং লিস্টে আজম ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবার সেই
> পুরোনো
> চুলকানিটা শুরু হল। উবুন্টুতে এখনও আমজনতা কয়েকটা ফন্ট একসাথে ইন্সটল করতে
> গিয়ে
> টার্মিনালে গিয়ে সুডো-মুডো, ক্যাশ-ম্যাশ নিয়ে ধুন্ধুমার কান্ড কারখানা দেখে
> ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। তাদের কষ্টটা লাঘব করার জন্য এই পুঁচকে ইন্সটলার
> স্ক্রিপ্ট লেখা। এটার বেটা ভার্সনটি আপাতত UEC-Pack -এর সাইটে আপলোড করে
> রেখেছি।
>
>
> কি করা যাবে?
> ‌‌‌‌‌‌*************
> এটা দিয়ে দুই ক্লিকে তিরিশটি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল করা যাবে।
>
> কিভাবে করতে হবে?
> *****************
> তিনটে সহজ ধাপে কাজগুলো করতে হবে।
>
> ধাপ ১: ডাউনলোড করা
> ----------------------------
> এই নিচের লিংকে গেলে ttf-bangalunicode_0.1b.zip নামের ফাইলটি ডাউনলোড করতে
> হবে।
> ডাউনলোড লিংক:
> http://uec-pack.googlecode.com/files/ttf-bangalunicode_0.1b.zip
>
> ধাপ ২: মোড়ক খোলা
> -------------------------
> ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করে নিয়ে রাইট বাটন চেপে মেনু একবারে তলার দিকের
> 'Extract Here' লেখাটার উপর ক্লিক করতে হবে। এতে করে ttf-bangalunicode নামে
> একটা ফোল্ডার তৈরি হবে যার মধ্যে সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে।
>
> ধাপ ৩: দুই টোকা
> --------------------
> ttf-bangalunicode ফোল্ডারের ভেতরে 'install' নামে একটি ফাইল পাওয়া যাবে।
> সেটার
> উপর ডাবল ক্লিক (এটাকে এক টোকা ধরলাম) করলেই একটা অপশন আসবে। সেখানে প্রথম
> বোতামের উপর লেখা পাওয়া যাবে 'Run in Terminal'। সেই বোতামটার উপর ক্লিক করলেই
> (এটা দ্বিতীয় টোকা) আপনার কাজ শেষ। বাকি কাজ স্বয়ংক্রিয়ভাবে হবে। আপনি দুই
> টোকাতেই তিরিশটি ফন্ট পানির মত ইন্সটল করে ফলতে পারবেন।
>
> সুবিধা:
> -------
> ১. খুবই সহজ পদ্ধতি।
> ২. ফন্টগুলো কম্প্রেস করা থাকে বলে ডাউনলোড সাইজ কম।
> ৩. ব্যবহারকারীর ব্যক্তিগত ডিরেক্টরিতে ইন্সটল হয় বলে পাসওয়ার্ডের ঝামেলা নেই।
> ৪. শুধু উবুন্টু বা মিন্টই নয়, প্রধান প্রধান লিনাক্স ডিস্ট্রোগুলোতেও ইন্সটল
> করা যাবে।
>
> অসুবিধা:
> ----------
> ১. পদ্ধতি সোজা রাখতে গিয়ে বা KISS [0] অনুসরণ করতে গিয়ে খুবই হালকা রাখতে
> হয়েছে।
> ২. ফন্টগুলো পুরো সিস্টেমের বদলে ব্যবহারকারী ব্যক্তিগত ডিরেক্টরিতে ইন্সটল
> হয়।
>
> ৩. স্ক্রিপ্টটি এখনও এরর হ্যান্ডেল করতে পারে না। কোন সমস্যা হলেও কখনও কখনও
> প্রক্রিয়া সফল হয়েছে বলতে পারে।
> ৪. এটা দিয়ে এখন পর্যন্ত শুধু ফন্ট ইন্সটলই করা যায়। আনইন্সটল করা যায় না।
> ৫. স্ক্রিপ্টটির ভেতর নজর বোলালে sleep-এর এন্তার ব্যবহার দেখে টেকিদের হাসতে
> হাসতে খুন হয়ে যাবার সম্ভাবনা আছে।
>
> পরীক্ষা করে দেখে ফলাফল জানালে বাধিত হব। :)
>
> সূত্র:
> [0] http://en.wikipedia.org/wiki/KISS_principle
>
> মূল টপিক প্রকাশিত হয়েছে আমাদের প্রযুক্তি ফোরামে:
> http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=6037
>
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list