[Ubuntu-BD] USB boot problem

সাজেদুর রহিম জোয়ারদ সাজেদুর রহিম জোয়ারদ
Fri Aug 27 20:40:33 BST 2010


@পুলক
আপনার সাথে সরাসরি কথা বলা কি সম্ভব? আপনার অবস্থান ঢাকা মহনগরীর ভেতরে হলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি কিংবা আমার অফিসেও সরাসরি আমার সাথে যোগাযোগ করতে
পারেন। আমি আপনার ল্যাপীর ব্যাপারে ক্রমশই কৌতুহলী হয়ে উঠছি।

-- 
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>


More information about the ubuntu-bd mailing list