[Ubuntu-BD] IBA, JU Update

Ubuntu Mirror Maintainer of Bangladesh ubuntu-bd at bauani.org
Thu Aug 26 21:56:18 BST 2010


There is some nasty politicsMy Mirror Server, BDIX didn't give me any port
to connect, If I could connect it to BDIX, All user of Bangladesh Specially
Dhaka User will get Almost 5Mb/s if the ISP don't block/control their users
BW. Do a traceroute, you will find how far you are from Mirror. I saw few
traceroute report, coming via India! ISP > MangoTel > TATA India / SingTel
Singapore > BTCL > My Mirror Cloud.

BDIX is run by Bangladesh ISP Association, they want control of Mirror
Server and Want their Sponsorship on 1st Page, which is not ethical. As my
data center pay same amount as others who run http://www.dsebd.org/  or who
not even use any Local IX B/W at all.

I am planing to start a New IX with ALL GBIC Port (Current IX is is 10/100
Coper Port). Just Give me a few more time. Let me fully established the
organization 'Bangladesh Network Information & Support Center' then see who
the hell stop me to built an IX where ISPA will cry to connect INSHALLAH.

Na re vai ami vut na, 1998. Ring Bhai, ato vul dhorle kintu 48V DC ke 48V AC
with 30A banaya dimu:D

-Bauani

2010/8/27 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> @জুয়েল
> তোমার আপডেট পোষ্টটার জন্য অনেক ধন্যবাদ। অবশেষে আমরা মেইলিং লিস্টের সদস্যরা
> তোমার লেখা পড়ার যোগ্যতা অর্জন করলাম। অভিনন্দন তোমাকে।
>
> আমি আছি, থাকবো ইনশাল্লাহ সকল বন্টু-মিন্টুদের সাথে, বিপদে-আপদে, সুখে-দুঃখে,
> চলার সাথী হয়ে। "পল্লী বিদ্যুৎ এর খাম্বা" আর "বিগ শো" র কথা আমরা ভুলে
> যাচ্ছি
> কেনো। আমাদের এই কর্মযজ্ঞে এরাও যথেষ্ট সহযোগীতা করেছে। পরবর্তী আপডেটে আমরা
> আশাকরি সবাইকে একই ফ্রেমে বাঁধতে পারবো।
>
> @বাওয়ানী ভাই
> আপনাকে ধন্যবাদ উবুন্টুর বাংলাদেশ মিররের জন্য। আমি তো আজকে অলটারনেট সিডি
> ডাউনলোড দিয়েছিলাম। তেমন স্পীড কিন্তু পেলাম না। পরে বাদ দিয়েছি। যাই হোক
> আপনি
> এই থ্রেডেই একটা মেইলে লিখেছেনঃ "My First & Last Bangla typing was in Bijoy
> Layout on Win98 in 1099"
> ভাই ভয় পাইতাছি তো। আপনি কি জীবিত না আপনার AI মেইল চালাচালি করতাছে? :D :D
>
> @শিপলু ভাই
> আপনার ধারনা শতভাগ সঠিক। আইবিএ-জাঃবিঃ উবুন্টুড। দোয়া রাখবেন আজকে
> (শুক্রবারে)
> সার্ভার সেটাপ দেবার ইচ্ছে করছি। এটা হলেই পুরো ল্যাব উবুন্টুড।
>
> @অভ্রদা
> কাজের খুব চাপ। অফিস, ফোরাম+ব্যক্তিগত সাপোর্ট+অন্যান্য সব মিলিয়ে বিশাল
> ফাপড়ে
> আছি ভাই। একটু সময় পেলেই ফোরামে নিয়মিত হবো। আর আমাদের কাজ চলছে তাই ফোরামে
> জানাবার দুঃসাহস দেখাইনি। শেষ করে একেবারে পূর্ণাঙ্গ আপডেটেড পোষ্ট দেবোখন।
>
> ধন্যবাদ সবাইকে।
>
> --
> রিং
> মুঠোফোনঃ+8801671411437
> বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
> জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
> প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
> ৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
> ঢাকা-১০০০।
> সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
> বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
> <http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/
> >
> --
> Ubuntu Bangladesh | http://ubuntu-bd.org
> Bangla Linux Forum | http://forum.linux.org.bd
>
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list