[Ubuntu-BD] আমি আমার কম্পিউটারে উইন্ডোজ এক্সপি ব্যবহার করাকালিন বিজয় দিয়ে অনেক বাংলা ডকুমেন্ট লিখেছিলাম।
সাজেদুর রহিম জোয়ারদ
সাজেদুর রহিম জোয়ারদ
Thu Aug 26 20:08:04 BST 2010
রিপন মজুমদার
কোনই ক্ষতি হয় না। তবে সতর্ক থাকতে বলার কারন ছিলো অকাজের দুটো ফাইল আপনার
সিস্টেমে বসে থাকবে এই যা।
ব্যাপারটা এরকম "রাস্তায় সাবধানে চলো" একথাটা সবাই বলে এবং শুনি। মেনে চললে
ভালো না হলে হটাৎ কোন একদিন দূর্ঘটনায় পড়তেই পারি।
--
রিং
মুঠোফোনঃ+8801671411437
বিশেষজ্ঞ পরামর্শক, তথ্যপ্রযুক্তি ও তথ্যব্যবস্থাপনা
জালাল আহমেদ স্পিনিং মিলস লিঃ
প্রধান কার্য্যালয়, ইউনুস সেন্টার
৫২-৫৩ দিলকুশা বা/এ, ১৯তলা
ঢাকা-১০০০।
সদস্য, উবুন্টু বাংলাদেশ <http://ubuntu-bd.org/>। সদস্য, লিনাক্সমিন্ট
বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us>। ব্যক্তিগত ব্লগঃ
<http://goog_1425061924>রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
More information about the ubuntu-bd
mailing list