[Ubuntu-BD] দুই টোকায় দেড় কুড়ি ফন্ট ইন্সটল করার কায়দা

Shabab Mustafa shabab at linux.org.bd
Thu Aug 26 19:45:15 BST 2010


শুরুর আগের কথা:
******************
ব্যাপারটা মাথার ভেতর আগেও যে কিছু কুট কুট করে নাই, তা নয়। এরপর কিছুদিন আগে
বন্ধুপ্রতিম লেখক, গবেষক শ্রদ্ধেয় রণদীপম বসুর বাড়ি লিনাক্স মিন্ট ইন্সটল করে
দিতে গিয়ে আবার দাঁদে পানি পড়ার অবস্থা। অমিক্রনল্যাবের সাইটে ইউনিকোড বাংলা
ফন্ট পাওয়া যায় গোটা তিরিশের মত। সেগুলো একটা একটা করে নামাতে হয়, একবারে
নামাবার কোন ব্যবস্থা নেই। এইকথা আবিষ্কারের পর রণদার মুখে কিঞ্চিত হতাশার সুর
সেই চুলকানিটা আবার চাগিয়েই দিল। বাড়ি ফিরে সেই তিরিশখানা ফন্ট নামিয়ে দেখি
মোটমাট দশ মেগাবাইটের মত আকার দাঁড়াল। সেটাকে একটা জিপ ফাইল বানিয়ে আমার অনলাইন
স্টোরেজে তুলে রাখলাম। ভাবলাম যাক, এইবারে একটা গতি হল। এখন থেকে প্রয়োজন পড়লেই
এখান থেকে নামিয়ে চট করে সবকয়টা একবারে ইন্সটল করে দেয়া যাবে।

দুইদিন আগে মেইলিং লিস্টে আজম ভাইয়ের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আবার সেই পুরোনো
চুলকানিটা শুরু হল। উবুন্টুতে এখনও আমজনতা কয়েকটা ফন্ট একসাথে ইন্সটল করতে গিয়ে
টার্মিনালে গিয়ে সুডো-মুডো, ক্যাশ-ম্যাশ নিয়ে ধুন্ধুমার কান্ড কারখানা দেখে
ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। তাদের কষ্টটা লাঘব করার জন্য এই পুঁচকে ইন্সটলার
স্ক্রিপ্ট লেখা। এটার বেটা ভার্সনটি আপাতত UEC-Pack -এর সাইটে আপলোড করে
রেখেছি।


কি করা যাবে?
‌‌‌‌‌‌*************
এটা দিয়ে দুই ক্লিকে তিরিশটি বাংলা ইউনিকোড ফন্ট ইন্সটল করা যাবে।

কিভাবে করতে হবে?
*****************
তিনটে সহজ ধাপে কাজগুলো করতে হবে।

ধাপ ১: ডাউনলোড করা
----------------------------
এই নিচের লিংকে গেলে ttf-bangalunicode_0.1b.zip নামের ফাইলটি ডাউনলোড করতে
হবে।
ডাউনলোড লিংক:
http://uec-pack.googlecode.com/files/ttf-bangalunicode_0.1b.zip

ধাপ ২: মোড়ক খোলা
-------------------------
ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করে নিয়ে রাইট বাটন চেপে মেনু একবারে তলার দিকের
'Extract Here' লেখাটার উপর ক্লিক করতে হবে। এতে করে ttf-bangalunicode নামে
একটা ফোল্ডার তৈরি হবে যার মধ্যে সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে।

ধাপ ৩: দুই টোকা
--------------------
ttf-bangalunicode ফোল্ডারের ভেতরে 'install' নামে একটি ফাইল পাওয়া যাবে। সেটার
উপর ডাবল ক্লিক (এটাকে এক টোকা ধরলাম) করলেই একটা অপশন আসবে। সেখানে প্রথম
বোতামের উপর লেখা পাওয়া যাবে 'Run in Terminal'। সেই বোতামটার উপর ক্লিক করলেই
(এটা দ্বিতীয় টোকা) আপনার কাজ শেষ। বাকি কাজ স্বয়ংক্রিয়ভাবে হবে। আপনি দুই
টোকাতেই তিরিশটি ফন্ট পানির মত ইন্সটল করে ফলতে পারবেন।

সুবিধা:
-------
১. খুবই সহজ পদ্ধতি।
২. ফন্টগুলো কম্প্রেস করা থাকে বলে ডাউনলোড সাইজ কম।
৩. ব্যবহারকারীর ব্যক্তিগত ডিরেক্টরিতে ইন্সটল হয় বলে পাসওয়ার্ডের ঝামেলা নেই।
৪. শুধু উবুন্টু বা মিন্টই নয়, প্রধান প্রধান লিনাক্স ডিস্ট্রোগুলোতেও ইন্সটল
করা যাবে।

অসুবিধা:
----------
১. পদ্ধতি সোজা রাখতে গিয়ে বা KISS [0] অনুসরণ করতে গিয়ে খুবই হালকা রাখতে
হয়েছে।
২. ফন্টগুলো পুরো সিস্টেমের বদলে ব্যবহারকারী ব্যক্তিগত ডিরেক্টরিতে ইন্সটল হয়।

৩. স্ক্রিপ্টটি এখনও এরর হ্যান্ডেল করতে পারে না। কোন সমস্যা হলেও কখনও কখনও
প্রক্রিয়া সফল হয়েছে বলতে পারে।
৪. এটা দিয়ে এখন পর্যন্ত শুধু ফন্ট ইন্সটলই করা যায়। আনইন্সটল করা যায় না।
৫. স্ক্রিপ্টটির ভেতর নজর বোলালে sleep-এর এন্তার ব্যবহার দেখে টেকিদের হাসতে
হাসতে খুন হয়ে যাবার সম্ভাবনা আছে।

পরীক্ষা করে দেখে ফলাফল জানালে বাধিত হব। :)

সূত্র:
[0] http://en.wikipedia.org/wiki/KISS_principle

মূল টপিক প্রকাশিত হয়েছে আমাদের প্রযুক্তি ফোরামে:
http://forum.amaderprojukti.com/viewtopic.php?f=42&t=6037

---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list