আমি আমার পিসিতে লিনাক্স মিন্ট ৯ ইসাডোরা ব্যাবহার করছি। আমার পিসিতে এতদিন সেটি ভালই চলছিল। আমার পিসির মনিটরের ডিস্পলে সেটিংস এতদিন ১০২৪ X ৭৬৮ দেয়া ছিল। কিন্তু আজকে হঠাত তা ৮০০ X ৬০০ হয়ে গেছে। মনিটর সেটিংসে গিয়ে দেখি ১০২৪ X ৭৬৮ এর কোন অপশন নেই। এখন আমি কোনভাবেই আমার পিসিতে ১০২৪ X ৭৬৮ সেটিংসটা কোন ভাবেই ইনেবল করতে পারছি না।