[Ubuntu-BD] ফায়ার ফক্স লাঞ্চ করতে পারছি না !!

shiplu shiplu.net at gmail.com
Thu Aug 26 05:23:52 BST 2010


2010/8/26 Abir Sadik <abir.sadik at gmail.com>:
> আমি ফায়ার ফক্স এ সেম সেশন এ alphatabs এবং tabs on টপ নামে দুটো এড অন ইনস্টল
> করেছিলাম. এখন প্রতিবার ফায়ার ফক্স লাঞ্চ করার সময় এই এরর টা দেখাচ্ছে :
>  Error launching browser window:no XBL binding for browser
> কেউ কোনো সমাধান দিতে পারেন ??

ফায়ারফক্স সেফমুডে রান করে এডঅন আনইন্সটল করে দিতে পারেন।
যদি মেনুতে না থাকে তাহলে কমান্ড লাইনে গিয়ে নিচের কমান্ড রান করুন।
$ firefox -safe-mode

এটা রান বক্সেও(Alt+F2) লিখতে পারেন।


-- 
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
SUST Programmers, http://groups.google.com/group/p2psust
Innovation distinguishes bet ... ... (ask Steve Jobs the rest)


More information about the ubuntu-bd mailing list