[Ubuntu-BD] /var/cache/apt/archives উবুন্টুতে ব্যাক আপ
Tanveer Hossain
tanveerhossain1 at gmail.com
Thu Aug 26 05:14:22 BST 2010
প্রিয় সবাই,
সামহোয়ার ইন ব্লগ এর কোন এক পোস্টে উবুন্টুতে ব্যাক আপ নেয়ার এরকম একটি
পদ্ধতি পড়েছিলাম......
"ধাপ ১ :: পযােকজ বযাক-আপঃ
১। টারিমনাল খুলুন । sudo nautilus িলেখ এনটার িহট করন ।
২। রট পারিমশন সহ েয ফাইল বাউসারটা খুলেব তােত বাউজ কের
/var/cache/apt/archives এ যান । েদখেবন
আপনার ডাউনেলাড করা সব পযােকজ রাখা আেছ । সব িসেলক কের কিপ করন ।
৩। ঐ ফাইল বাউসােরই বাইজ কের অন েকাথাও েরেখ িদন , পযােকজ বযাক-আপ েশষ!!!
ধাপ ২ :: পযােকেজর নাম বযাক-আপঃ
১। টারিমনােল িলখুন sudo dpkg --get-selections > myPackages । এই কমানড
েদয়ায় dpkg সব ইনটল
করা পযােকজ আপনার েহাম েফালাের myPackages নােম ফাইেল সংরকন করেব ।
২। েহাম েফালাের যান । myPackages নােম ফাইলটা আপনার বযাক-আপ করা
পযােকেজর সােথ েরেখ িদন ।
পযােকজ-েনম বযাক-আপ করাও েশষ!!!!!
ধাপ ৩ :: নতু ন ইনটেলশেনর পর আেগর পযােকজ িফরত আনা এবং ইনটল করাঃ
১। নতুন ইনটেলশেনর পর myPackages নােম ফাইলটা েহাম েফালাের আনন ।
২। ধাপ ১ এর িবপরীত কাজ করন । বযাক-আপ েথেক সব পযােকজ
/var/cache/apt/archives এ কিপ কের িদন ।
অবশই sudo nautilus িলেখ রট ফাইল বাউসাের ঢুকেত হেব , না হেল িবশস উবুনটু
ফাইল কিপ করেত িদেব না!!!
৩। েনট কােনক কের েরেপােজটির আপেডট কের িনন ।
৪। টারিমনােল িলখুন sudo dpkg --set-selections < myPackages && sudo
apt-get dselect-
upgrade , এনটার িহট করন ।
৫। আপনার আেগর সব পযােকজ আবার ইনটল হেয় যােব !!!! কত েপইনেলস উপায় , তাই না?
"
কিন্তু এইভাবে আমি (যখন কার্মিক ব্যবহার করতাম তখন) অন্য আরেকজনের পিসিতে
আমার পিসির সব সফট ইনস্টল করে দিতে ব্যর্থ হয়েছিলাম। ধাপ ৩ এর ২ নং
পয়েন্ট পর্যন্ত সফল ভাবে করতে পেরেছিলাম। কিন্তু পদ্ধতিটা আমার খুব
পছন্দ হয়েছিল। যাইহোক, লুসিড লিংক্সে কি এই পদ্ধতি কাজ করবে? বা লুসিডে
এর কি বিকল্প আছে যাতে আমার কোন সিডি রাইট করা না লাগে, আর নতুন কিছু
ডাউনলোড ও করা না লাগে। এটা কাজ করলে আজ আমার জন্য নতুন একজনকে
লিনাক্সের মন্ত্রে দীক্ষিত করা অনেক সহজ হয়।
তানভীর
গাজীপুর (বর্তমানে)
More information about the ubuntu-bd
mailing list